আসসালমুআলাইকুম হুজুর,
১. আমার একটা ভুল নিয়ে ভাবছিলাম দিয়ে হুজুর মনে মনে এমন হচ্ছে , আমি সব ধর্ম মানি, আস্তাগিরুল্লাহ । সঙ্গে সঙ্গে তওবা করেছি।
হুজুর এই রকম হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?
২. হুজুর এই রকম মনে মনে হচ্ছিল , আমি বাস এ করে একটা জায়গাতে যাচ্ছি, দিয়ে বাস এ ঘুমিয়ে গিয়েছিলাম, , কিন্তু সম্পূর্ণ ঘুমায়নি, দিয়ে মনে মনে এমন হলো আমি হিন্দু হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ, এই রকম মনে হলো, সঙ্গে সঙ্গে ঘুম উঠে পড়েছি। হুজুর আমি উচ্চরণ করিনি। ঘুম থেকে উঠে মনে হচ্ছে উচ্চরণ করলাম নাকি তাই মনে হচ্ছে। আমি ১০০% নিশ্চিত না যে উচ্চরণ হয়েছে। হুজুর আমার মনে হচ্ছে আমি মুখে উচ্চরণ করিনি, হয়ত হালকা জিহ্ববা নড়েছে, কিন্তু আমি মুখে উচ্চরণ করিনি। আমি নিশ্চিত না যে উচ্চরণ হয়েছে। হুজুর এটা কি উচ্চরণ হবে? হুজুর এক্ষেত্রে কি ঈমান চলে যাবে?
৩. হুজুর আমি হিন্দু হয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ, এই কথা টা আপনাকে বোঝানোর জন্য লিখতে হয়েছে এর জন্য কি ঈমান চলে যাবে?
৪.হুজুর আমার ঈমান ঠিক আছে তো?
৫. হুজুর আমি ফার্মাসিস্ট , আমি ডাক্তার এর সঙ্গে রুগী দেখছিলাম , দিয়ে হিন্দু ডাক্তার অনেক এমনি হাসির গল্পঃ বলছিলো, দিয়ে এমনি হাসছিলাম, দিয়ে মনে খুবই আনন্দ ছিল, দিয়ে মনে মনে এমন হচ্ছে , হিন্দু হয়ে যাব। আস্তাগিরুল্লাহ। সঙ্গে সঙ্গে মন কে অন্য মনষ্ক করেছি। এই রকম আমার ওয়াসওয়াসা র জন্য হচ্ছে এর জন্য ঈমান চলে যাবে না তো?
আপনাদের মনে মনে যা হচ্ছিলো সেই টা বললাম এর জন্য ঈমানের কোনো ক্ষতি হবে না তো?
৬. হুজুর আমার খুব চিন্তা হচ্ছে। ঈমান নিয়ে , হুজুর আমার ঈমান ঠিক আছে তো? আমার ঈমান চলে যাবে না তো? আমার কি চিন্তা করার দরকার আছে?