আসসালামু আলাইকুম হুজুর।
১।এক প্রশ্নের উত্তর এ বলা হইসে।বউ যদি বলে যাব গা থাকব না হাসবেন্ড যদি তালাকের নিয়ত ছাড়া বলে যাও গা,না থাকলা।ইচ্ছা হইলে যাও গা।এতে কি বউ কে অধিকার দেওয়া বুজাবে।(যাও গা ত অধিকার দেওয়ার নিয়তে বলা হই না)আর বউ যদি তখন বলে গেলাম গা এই বলে ঘর থেকে বাহির হই তাইলে অধিকার কে গ্রহণ করা বুজাবে।কিন্তু বউ ত নিজের উপর তালাক পতিত করে নাই।তাইলে কি তালাক হবে।হইলেও কয়টা হবে?
ক।উক্ত অবস্থায় যদি বউ ঘর থেকে বাহির না হই।ঘরেই বসে কাপর গুসাই আর বলে যাব গা, গেলাম গা।দেখে হাসবেন্ড কি বলে।এতে করে কি অধিকার গ্রহন করা বুজাবে।তাইলে কি তালাক হবে?
খ।বউ যদি রাগ কইরা বলে থাক আমিই গেলাম গা।হাসবেন্ড যদি বলে যাও গা।বউ যদি ঘর থেকে বাহির হই তাইলে কি তালাক হবে।
গ।উক্ত অবস্থায় বউ যদি রাগ কইরা বলে গেলাম গা।হাসবেন্ড তখন শুধু যাও গা বলছিল নাকি ইচ্ছে হইলে যাও গা বা থাইক না বলছিল তা যদি মনে না আসে তাইলে কোন টা ধরে নিব।তখন বউ যদি ঘর থেকে বার হই তাইলে কি তালাক হবে।
২।বউ জদি বলে যাব গা,থাকব না সংসার করব না।একেক দিন একেক টা বলছে।হাসবেন্ড যদি বলে যাও গা।এতে কি অধিকার দেওয়া বুজাবে?তখন বউ যদি বলে আচ্ছা যাব নি।এতে কি অধিকার কে গ্রহণ করা বুজাবে?এতে কি তালাক হবে?
৩।বউ যদি বলে বলে ছাইড়া দেও হাসবেন্ড যদি বলে যাও গা এতে কি বউ কে অধিকার দেওয়া বুজাবে।
৪।আমার পোলাপান দিয়া যেখাবে খুসি যাও।আরেকটা বিয়ে কর গা।এগুলা তালাকের নিয়ত ছাড়া বললে তালাক হই না।কিন্তু এ গুলাতে কি বউ কে অধিকার দেওয়া বুজাবে।
৫।হাসবেন্ড যদি বউ কে বুজানোর জন্য তালাক, ছাড়া শব্দ বেবহার করে বুজাই তাইলে কি কোন সমস্যা হবে???