ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইবনুল মুফলিহ রাহ বলেন,
"قال صاحب" المختار " من الحنفية : ولا غيبة إلا لمعلوم ، ولا غيبة لأهل قرية.
মুখতার কিতাবের মুসান্নিফ হানাফি ফকিহ বলেন,অপরিচিত কারো মন্দ উচ্ছারণ গিবত হয় না।এবং এক পূর্ণ এক এলাকাবাসীর মন্দ উচ্ছারণ গিবত হয় না।(আল-আদাবুশ-শারইয়্যাহ-১/২৫৪)
"(ولا غيبة إلا لمعلوم ، فاغتياب أهل قرية ليس بغيبة ) "
অপরিচিত কারো মন্দ উচ্ছারণ গিবত হয় না।এবং এক পূর্ণ এক এলাকাবাসীর মন্দ উচ্ছারণ গিবত হয় না।(মাজমা'উল আনহুর-২/৫৫৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/6922
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ঐ ছাত্রকে যদি আপনার 'মা' না চিনেন, তাহলে এটা গীবত হবে না। তাছাড়া
"যার গীবত করা হয়েছে সে যদি জানতে না পারে যে তার নামে গীবত করা হয়েছে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াটা জরুরী নয়, শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই হবে।"
(২) যদি স্যারেরা হরহামেশাই এরকম কিছু করে থাকেন, তাহলে তাদের এমন কর্মকান্ড প্রকাশ করার রুখসত থাকবে।গীবত হবে না।
হযরত মু'আবিয়া ইবনে হাইদাহ রাযি থেকে বর্ণিত,
معاوية بن حيدة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال ( أَتَرعُونَ عَنْ ذِكْرِ الْفَاجِرِ ! اذْكُرُوهُ بِمَا فِيهِ كَي يَعْرِفَهُ النَّاسُ وَيَحْذَرَهُ النَّاسُ ).
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,তোমরা কি ফাসিকের সমালোচনা থেকে বিরত থাকবে?বরং তোমরা ফাসিকের কৃত অপরাধ নিয়ে সমালোচনা করো,যাতেকরে লোকজন সেই অপরাধ থেকে বিরত থাকে।আস-(সুনানুল কুবরা-বায়হাক্বী-১০/২১০)
(৩) যেখানে মেয়ে ক্লাসমেটের দ্বারা সহযেগিতা গ্রহণের বিশদ সুযোগ রয়েছে, সেখানে পুরুষ ক্লাসমেটের সাথে আলাপ আলোচনা জায়েয হবে না। আপনি ঐ প্রয়োজনটা মেয়ে ক্লাসের সাথে শেয়ার করবেন, পরামর্শ গ্রহণ করবেন।
(৪)
ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রশ্ন থাকলে, সেটা আমাদের জুম ক্লাসে করবেন।প্রতি মাসের ১৫ এবং ৩০ তারিখ রাত ৯ টায় হয়। আমাদের ফেইসবুক পেইজে চোখ রাখবেন।
(৫) নিজের অতীতের গোনাহকে প্রকাশ করা যাবে না।