আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
১/বুখারী শরিফ আর মুসলিম এর কি সব হাদিস সহীহ সনদে বর্ণিত?
কেও একজন বলেছিল যে সেখানেও কিছু পরিমান দুর্বল হাদিস রয়েছে কথা টি কত টুকু সত্য?
২/যদি কারো চেহারা দেখাতে হয় এক্সাম দেবার সময় এক্ষেত্রে কি সেই মেয়ের জন্য তা জায়েজ হবে?
৩/কাছের কিছু আত্মীয় যেমন মামী, চাচি, কাজিন এদের সাথে একসময় কথা বলা হত, তারা জানে যে পর্দা পরিবারেও করতে হয় আর আমার সাথেও তারা স্বাভাবিক, এখন আমার দ্বীন এর বুঝ এসেছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার সাথে তাদের আগে কথা বলা হত এখন তাই সম্পূর্ণ এভয়েড করা যায় না। এক্ষেত্রে কি করণিয়? তারা স্বাভাবিক ভাবেই আমার খোজ খবর নেয় দেখা হলে বা মাঝে মাঝে কথা না বললে হয়ত অন্য দৃষ্টিতে নেয় বিষয়টা। কিভাবে ব্যালেন্স করব এ ক্ষেত্রে।
৪/
https://youtu.be/cVa_ইকরক্সগক এই ভিডিও এ আলোচিত বিষয়গুলো এবং ব্যখ্যা গুলো কি সঠিক?
৫/ওই ভিডিও অনুযায়ী দুনিয়া ও আখিরাত ব্যালেন্স করা উচিত কিভাবে?
৬/ বর্তমান সমাজ ব্যবস্থা এমন যে আল্লাহ এর ইচ্ছা ছাড়া পরিপূর্ণ ইসলামিক বিধান মেনে দুনিয়া তে অনেক বেশি সাফল্য অর্জন করা খুব কঠিন কাজ। এটা কি যারা ইসলাম আকড়ে ধরতে গিয়ে দুনিয়া ত্যাগ করে বা দুনিয়া বিমুখ হয় তাদের দোষ, নাকি যারা দুনিয়া কামাতে গিয়ে ইসলাম এর ব্যপারে শিথিল হয় তাদের দোষ?
৭/ একজন বলেছিল "অনেক মুসলিম এর এই দূরদৃষ্টি নাই যে কাতার বিশ্বকাপ ইসলাম এর কত উপকার করেছে, কারণ এমন অনেক মানুষ এর কাচগে ইসলাম পোউছে গেছে যারা জানত না ইসলাম কি"৷ প্রশ্ন হচ্ছে আমাদের করণিয় কি, আলেমগণ তো একে সম্পূর্ণ হারাম বলেছেন
৮/ যদি বলি আমার বাবা এরকম করেন বা আমার নিজের চাচা এমন কিন্তু যার সামনে বললাম সে চিনে না আমার বাবা বা চাচা কে গীবত হবে কি?
৯/ আমার বাবা বা পরিচিত যদি আমাকে কষ্ট দেয় সেটা যদি অন্য কাওলে বলি কষ্ট থেকে বা আফসোস থেকে কিংবা সমালোচনা হিসেবে ( এবং ওই ব্যক্তি চিনে আমার বাবা কে বা পরিচিতজনকে) সে ক্ষেত্রে কি গীবত হবে?
জাযাকাল্লাহু খইরন