আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
,১ আমার স্ত্রীর কাছে যদি আমার কোনো ছাত্রেএ ব্যাপারর (নাম পরিচয় উল্লেখকরে( মন্তব্য করি যেটা কিনা গীবত বা গীবত হতে পারে কিন্তু আমার স্ত্রীর সেই ছাত্রকে কোনোদিন সাক্ষাত হবার সম্ভাবনা নেই।অর্থাৎ স্ত্রীর চেনার সম্ভাবনা নেই,এতে কি তা গীবত হবে?
২,এখন ১নং প্রশ্ন অনুযায়ী আমার কথা শুনে যদি স্ত্রী পালটা মন্তব্য করে সেই ছাত্রের ব্যাপারে।ধরুন আমি বললাম আমার অমুক স্টুডেন্ট ফাকি বাজ ও গর্দভ স্ত্রীও বলল হ্যা সে গর্দভ। এখন আমার স্ত্রী তাকে না চিনলেওত আমি চিনি। এতে কি গীবত হবে?
৩, যদি কেউ আমাকে কোনো দোষ ত্রুটি বলে একদল (২/৩/বা তার চেয়ে বেশি জনের দল) লোকের মধ্যে যেকোনো একজনের ব্যাপারে। আমি সেই দলের সবাইকে চিনি কিন্তু বুঝতে পারিনা কে সেই ব্যক্তি,তাহলে উক্ত দোষ ত্রুটি যে বলেছে তা কি গীবত হবে?
৪, যদি একদল লোকের সবার দোষ ত্রুটি বলা হয় তাহলে কি গীবত হবে?