ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)বউ যদি বলে, থাকব না, যাব গা,সংসার করব না,তখন হাসবেন্ড যদি বলে, না থাকলা বা থাইক না,ভালো না লাগলে বা ইচ্ছে হইলে যাও গা।একি ভাবে সংসার না করলা।এগুলা তালাকের নিয়ত ছাড়া বললে তালাক হই না। কিন্তু এগুলা বলাতে বউকে সাময়িক অধিকার দেওয়া বুঝাবে। তখন বউ যদি বলে আচ্ছা গেলাম গা।এই বলে যদি ঘর থেকে বাহির হয়, কিন্তু কোথাও ননা যায়। তাহলেও তালাকের অধিকারকে গ্রহণ বুঝাবে।
(২) হুরমতের ব্যাপারে শশুরকে যদি জিজ্ঞেস না করে সংসার করে, তাহলেও গুনাহগার হবে না।এখান থেকে যে ফাতাওয়া দেয়া হয়েছে, সেটাই সঠিক।
এখান থেকে মাসআলা দেওয়া হয়েছে এরপরও অন্য কোথাও জিজ্ঞেস করার কি দরকার? যেখানেই জিজ্ঞেস করবেন, এক জায়গায় জিজ্ঞেস করবেন।