আস'সাসা মুআলাইকুম , ৪ টি ঘটনা বলবো এগুলো দ্বারা তাদের বিবাহের কোনো সমস্যা হয়েছে কিনা জানাবেন ? উল্লেখ্য স্বামী কেনায়া তা*ক অথবা স্ত্রীকে তা*কের অধিকার দেওয়া সম্পর্কে কিছুই জানে না বা এই সম্পর্কে স্বামীর সঠিক ধারনা নেই
১. ঘটনাটি ৩-৪ বছর আগের এবং এই ঘটনা সম্পর্কে ঐ নারী শত ভাগ শিওর না তবে তার মনে হচ্ছে এমন ঘটনা ঘটেছে ...
**ঐ নারী স্বামীর উপর রাগ করে অথবা ফাজলামো করে একটা সাদা কাগজে ডিভোর্স লিখে আবার নিজেই সাইন করে , ঐ সময় সে জানতো না তার যে অধিকার আছে এবং সে মনে করতো শুধু ছেলেরা তা*কের অধিকার রাখে মেয়েদের এই ক্ষমতা নাই , উল্লেখ্য ঐ নারীর কোনো নিয়ত ছিলো না , এই ঘটনা দ্বারা কোনো সমস্যা হবে কিনা ?
২. স্বামীর সাথে ঝগড়ার পড়ে ঐ নারী তার এক বড় ভাইর সাথে কথা বলার সময় বলে " জানি দুটো বাচ্চা নিয়ে একা জীবন সহজ হবে না " তার কোনো নিয়ত ছিলো না , সে স্বামীর সাহায্য ছাড়া বাচার কথা বোঝাতে ছিলো , তবে ঐ সময় ঐ বাক্য দ্বারা তার নিয়ত ছিলো না এটা শিওর , এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৩. স্বামী স্ত্রী ঝগড়ার সময় একে অপরের সাথে কথা বলার সময় স্ত্রী বলে , "I don't want you in my life anymore " উত্তরে স্বামী বলে ," okay you don't have to" উভয়েরই কোনো নিয়ত ছিলো না । এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৪. মজার ছলে স্ত্রী তার স্বামীকে বলে "ভালো না লাগলে দাও ছাড়ি দাও" স্বামী বলে " যাও চলে যাও" তাদের কারোই কোনো নিয়ত ছিলো না এবং এসব বিষয়ে ধারনাও ছিলো না , এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৫. স্বামী উপস্থিত না থাকলে কি তা*কের মজলিস হয় ?