আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
edited by
আস'সাসা মুআলাইকুম , ৪ টি ঘটনা বলবো এগুলো দ্বারা তাদের বিবাহের কোনো সমস্যা হয়েছে কিনা জানাবেন ? উল্লেখ্য স্বামী কেনায়া তা*ক অথবা স্ত্রীকে তা*কের অধিকার দেওয়া সম্পর্কে কিছুই জানে না বা এই সম্পর্কে স্বামীর সঠিক ধারনা নেই
১. ঘটনাটি ৩-৪ বছর আগের এবং এই ঘটনা সম্পর্কে ঐ নারী শত ভাগ শিওর না তবে তার মনে হচ্ছে এমন ঘটনা ঘটেছে ...

**ঐ নারী স্বামীর উপর রাগ করে অথবা ফাজলামো করে একটা সাদা কাগজে ডিভোর্স  লিখে আবার নিজেই সাইন করে , ঐ সময় সে জানতো না তার যে অধিকার আছে এবং সে মনে করতো শুধু ছেলেরা তা*কের অধিকার রাখে মেয়েদের এই ক্ষমতা নাই , উল্লেখ্য ঐ নারীর কোনো নিয়ত ছিলো না , এই ঘটনা দ্বারা কোনো সমস্যা হবে কিনা ?
২.  স্বামীর সাথে ঝগড়ার পড়ে ঐ নারী তার এক বড় ভাইর সাথে কথা বলার সময় বলে " জানি দুটো বাচ্চা নিয়ে একা জীবন সহজ হবে না "  তার কোনো নিয়ত ছিলো না , সে স্বামীর সাহায্য ছাড়া বাচার কথা বোঝাতে ছিলো , তবে ঐ সময় ঐ বাক্য দ্বারা তার নিয়ত ছিলো না এটা শিওর , এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৩. স্বামী স্ত্রী ঝগড়ার সময় একে অপরের সাথে কথা বলার সময় স্ত্রী  বলে , "I don't want you in my life anymore " উত্তরে স্বামী বলে ," okay you don't have to" উভয়েরই কোনো নিয়ত ছিলো না । এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৪. মজার ছলে স্ত্রী তার স্বামীকে বলে "ভালো না লাগলে দাও ছাড়ি দাও" স্বামী বলে " যাও চলে যাও" তাদের কারোই কোনো নিয়ত ছিলো না এবং এসব বিষয়ে ধারনাও ছিলো না , এই ঘটনা দ্বারা কি কোনো সমস্যা হবে ?
৫. স্বামী উপস্থিত না থাকলে কি তা*কের মজলিস হয় ?

1 Answer

0 votes
by (589,530 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ঐ নারী কি লিখেছিল? হুবহু সেই বক্তব্যটুকু লিখে দিতে হবে। মনে না থাকলে, এসব বিষয়কে পরিহার করতে হবে। এদ্বারা তালাক হবে না।

(২)
" জানি দুটো বাচ্চা নিয়ে একা জীবন সহজ হবে না" 
এই কথা দ্বারা তালাক হবে না।

(৩)
 "I don't want you in my life anymore " উত্তরে স্বামী বলে ," okay you don't have to" উভয়েরই কোনো নিয়ত ছিলো না।

এদ্বারা তালাক হবে না।

(৪)
 "ভালো না লাগলে দাও ছাড়ি দাও" স্বামী বলে " যাও চলে যাও"

এদ্বারা তালাক পতিত হয়ে যাবে।এখানে মুযাকারায়ে তালাক বা তালাকের আলোচনা চলছে।সুতরাং তালাক পতিত হয়ে যাবে।

(৫)
স্বামী উপস্থিত না থাকলে মজলিস হবে না।তবে তালাকের মুযাকারা বা আলোচনা হবে। তথা মুবাইল কলেও তালাকের মুযাকারা হতে পারে।মুযাকারা মানে তালাকের আলোচনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 125 views
...