আমার মেসে বাথরুম এ এটাচড টয়লেট, পাকা তবে টাইলস করা নয়। সবাই নিজের জুতো পরেই বাথরুমে যায়। আমি গোসল শেষে টিউবওয়েলে পা ধুয়ে থাকি। গোসলের সময় হঠাৎ মনে হলো যে, একটু পানি মেঝে থেকে ছিটকে বালতির পানিতে পড়েছে।
(আমার প্রায়ই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়, অজু নিয়ে, আরও অন্যান্য ক্ষেত্রে)
তাই গোসলের সময় ভাবলাম যে হয়তো শয়তানের ওয়াসওয়াসাতে সন্দেহের জন্য মনে হচ্ছিল যে পানি ছিটকেছে। তাই ওই পানি দিয়ে গোসল শেষ করি।
তারপর থেকে বারবার শুধু ওটাই মনে হচ্ছে যে, হয়তো পানি ছিটকেছিল, ওটার জন্য সব নাপাক হয়ে গেল। আবার মনে করতে চাচ্ছি যে, আল্লাহ মাফ করে দিবেন। তবুও বারবার ওটাই মনে হচ্ছে। এখন বেশির ভাগ মনে হচ্ছে যে, পানি ছিটকেছিল।
এমন অবস্থায় আমি কি করব, বুঝতে পারছি না। কারন আমার পর অনেকেই গোসল করেছে, ট্যাপ ব্যবহার করেছে, গোসলের পর ভেজা অবস্থায় আমি টিউবওয়েলে পা ধুয়েছি, অযু করেছি, সেই টিউবওয়েলেও পানি লেগেছিল, বাকিরা ব্যবহার করেছে।
আমি আসলে বুঝতেছি না, এমন সন্দিহান অবস্থার সমাধান কি? আমি যদি এখন ধরে নিই যে, পানি নাপাক হয়ে গেছিল, তাহলে গোসলের পর থেকে ভেজা অবস্থায় যা যা ব্যবহার করেছি সব ধুতে হবে, আবার মেসের বাকিদের কিভাবে বুঝাব। আমার জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে। যদি সত্যিই নাপাক হয়ে থাকে, এই অবস্থায় কি আল্লাহ মাফ করেন? মূলনীতি কি? আমি কি করব এখন?
(বি: দ্র: সন্দেহ, ওয়াওয়াসার জন্য আমি iom এর রুকইয়াহ কোর্সে যুক্ত হয়েছি। আজ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ)