ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
জ্বীনদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, বরং তারা মানুষদের মত বিভিন্ন ভাষায় কথা বলে।
وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَ ۖ كُنَّا طَرَائِقَ قِدَدًا
আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।(সূরা জ্বীন-১১)
হ্যা, পশুপাখিদের নির্দিষ্ট ভাষা রয়েছে, তারা সেই ভাষায় সীমিত সংখ্যক কিছু শব্দ উচ্ছারণ করে একে অন্যর সাথে ভাব প্রকাশ করে থাকে। পাখিদের ভাষা সুলাইমান আঃ কে শিক্ষা দেয়া হয়েছিল।
আল্লাহ তা'আলা বলেন,
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ ۖ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ ۖ إِنَّ هَـٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ
সুলায়মান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, ‘হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকূলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। (সূরা নামল-১৬)
(২)
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) পাঠানদের কাছ থেকে সাহায্য নিয়ে ছিলেন মর্মে কোনো কথা কোথাও বর্ণিত হয়নি।