আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি একটি বিষয়ে মাসয়ালা জানতে চাচ্ছি।
আমাদের রিলেশন সম্পর্কে আমাদের পরিবার কিছু টা জানতোগোপনে বিয়ে,পরে তালাক
http://www.ifatwa.info/70479/,কিন্তু আমার পরিবার প্রথমেই না করে দেয়।তারা কোনদিন মানবেনা,সেটাও স্পষ্ট জানায় দেয়।
কিন্তু তাকে আমি ভুলতে পারব না,পরিবারকে বুঝানোর চেষ্টা করি,কিন্তু তারা ভুল বুঝে আর,আমাকে বিভিন্ন ভাবে মানসিক প্রেশার দেয়।এক সময় তাদের না জানিয়ে বিয়ে করি ২ জন এ
আমি যতদুর জানি প্রাপ্ত বয়স্ক ২ জন যদি সাক্ষি সহ বিয়ে করে, সেটা নাকি হয়ে যায় বিয়ে,তার বয়স ২৫+ আর আমার ২০+। আমরা জন ২ জন কে না ছাড়ার প্রতিজ্ঞা করি কিন্ত পরিবারের চাপে আমি তাকে ছেড়ে দিছি,কিন্তু সে আমাকে ছেড়ে দেয়নি,কাগজে সই দেয়নি, ।আর ইসলামের নাকি মেয়েরা নাকি divorce দিলে সেটা হয়না,যদি সামি না দেয়,।আর আমি শরিয়ত মতে দিছি,আর শুনছি শরিয়ত মতে দিলে ফিরে পাওয়া যায়।
আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমার সামি আমাকেdivorce দেয়নি,তাহলে সে কি এখনো আমার সামি আছে? তাকে কি আবার বিয়ে করতে পারব? তার সাথে যোগাযোগ করা কি যাবে?আর এমন কোনো আমল আছে কি,যেটা করলে তাকে ফিরে পাবো হালাল ভাবে?আর পরিবার ও মেনে নিবে?