আসসালমুআলাইকুম শায়েখ,
১. একটা বোতলে পানি আছে, খাবো ভাবছি দিয়ে মনে মনে হতে লাগলো ওই বোতলে পানি খেলে তালাক। এই রকম মনে মনে হচ্ছিল আর সেই সময় আমি গলা ঝেড়েছি। দিয়ে ভয় হয়ে জাই উচ্চরণ হলো নাকি। আসলে কথাটা মনে মনে হয়েছে আর সেই সময় গলা ঝেড়েছি। হুজুর এক্ষেত্রে কি সর্ত তালাক হবে? সেই বোতলে পানি খেলে তালাক হবে না তো?
১.১ তার পর থেকে যেই বোতলে পানি খেতে যাচ্ছি তখনি তালাক কথা মনে হচ্ছে। হুজুর আমি যদি পানি খাই তাহলে কি তালাক হবে?
২. মনে মনে এমন হচ্ছে, কারো কাছে বসে আছি সে কথা বলছে দিয়ে মনে মনে এমন হচ্ছে, যদি সে এর পর এই কথা বলে তাহলে তালাক, মনে মনে হচ্ছে, দিয়ে সেই ব্যাক্তি সেই কথা বললো তাহলে কি তালাক হবে? মুখে উচ্চরণ করিনি
৩. মনে মনে এমন হচ্ছে যদি ifatwa। তে প্রশ্ন করি তাহলে তালাক , হুজুর প্রয়োজন এ প্রশ্ন করছি , তাহলে কি তালাক হবে। যা হয়েছে সব মনে মনে।
৪. হুজুর মনে মনে যতই শর্ত তালাক এর কথা মনে হোক না কেন। মুখে উচ্চরণ না করলে তো শর্ত তালাক হবে না তাই না হুজুর। মনে মনে যা ভাবা হচ্ছে দিয়ে সে সেই কাজ করলো তাহলে তালাক হবেনা । যতক্ষণ না সে মুখে উচ্চরণ করছে। তাই তো? আমি ঠিক বুঝেছি?
৫. হুজুর এমন আমার বাজে মন , মনে মনে এমন হচ্ছে অমুক ব্যাক্তি না মারা গেলে তালাক এই রকম মনে মনে, হচ্ছে আস্তাগিরুল্লাহ তৌবা। হুজুর না মারা গেলে কি তালাক হবে?
৫.১ হুজুর আমার এই রকম মনে হওয়ার জন্য অমুক ব্যাক্তির কোনো ক্ষতি হবে না তো?
৬. মনে মনে এমন হচ্ছে নামাজ না পড়তে গেলে তালাক, এই রকম মনে মনে হচ্ছে। হুজুর যদি নামাজ পড়তে যা জাই তাহলে কি তালাক হবে? (বলবেন) হুজুর আমি নামাজ পড়তে গিয়েছিলাম কোনো তালাক হবে না তো? ( বলবেন)
৬.১ হুজুর নামাজ পড়তে গিয়ে সেজদায় সুবহানা রাবিয়াল আলা। বলছি দিয়ে মনে মনে এমন হচ্ছে আর একবার বলেল তালাক, মনে মনে হচ্ছে দিয়ে হুজুর আমি অন্য মনস্ক হয়ে নামাজ পরলাম আমি তিন বার বলেছি, তাহলে কি তালাক হবে? যা হয়েছে মনে মনে।
৬.২ হুজুর কালেমা সাহাদাত পড়ছি, মনে মনে এমন হচ্ছে আর একবার পড়লে তালাক, যদি আমি আর একবার পড়ি তাহলে কি তালাক হবে?
৭. আমি একটা বাচ্চা ছেলে কোলে নিয়েছি দিয়ে মুখে টিক টিক করে আওয়াজ করছি, আর সেই সময় মনে মনে এমন হলো যদি বাচ্চা ছেলে টা হাসে তাহলে তালাক। , দিয়ে আমার ভয় হতে লাগলো উচ্চরণ হয়ে গেলো নাকি , যেহেতু টিক টিক করে তাকে হাসানোর চেষ্টা করছিলাম ।মনে মনে এমন হলো। দিয়ে বাচ্চা টা হাসলো তাহলে কি তালাক হবে? আর এটা কে কি উচ্চরণ ধরা হবে? আমি মুখ দিয়ে স্পষ্ট বাক্যে কিছুই বলিনি।
৮. রাস্তা তে সজিনা র ডাটা পড়ে আছে, একটা বাচ্চা ছেলে কুড়াচ্ছে , দিয়ে আমি বলছি ওই দেক একটা ডাটা বলে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা ছেলে টা কুড়াতে যাচ্ছে, দিয়ে সেই সময় সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যদি ডাটা টা কুড়াই তাহলে তালাক। মনে মনে এমন হলো। হুজুর দিয়ে বাচ্চা ছেলে টা ডাটা কুড়ালো তাহলে কি তালাক হবে?
৯. হুজুর কোনো কথা বলছি বা ফাতেহা সূরা পড়ছি তখন তালাক কথা টা মনে মনে হয়ে হচ্ছে, দিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে গেলো নাকি বলে ভয় হচ্ছে। এক্ষেত্রে কি তালাক হবে?
১০. মনে মনে এমন হচ্ছে যদি অমুক কথা বলি তাহলে তালাক, বা অমুক কাজ করি তাহলে তালাক। এই রকম মনে মনে হচ্ছে, দিয়ে যদি সেই কথা বলি বা সেই কাজ করি তাহলে কি তালাক হবে? যা হয়েছে সব মনে মনে