আসসালামু আলাইকুম।
আমি অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষার্থী। আমার গত পরীক্ষা খুবই খারাপ হয়। ভয় হয় যে ফেইল করি কি না।আমি আমার স্বামীকে এ কথা জানালে তিনি মজা করে বলেন, কোনো ফেল্টুস এর সাথে আমার সম্পর্ক নাই। তখন আমি বলি যদি সত্যিই ফেলই করি! তিনি বলেন, নাই, নাই। বিষয়টা নিয়ে আমি অনেক কান্নাকাটি করি আর তিনি অনেক বুঝানোর চেষ্টা করেন, এসব কথা দ্বারা সম্পর্কের কিছুই হয় না। বলেন যে, " আমি বলেছি সম্পর্ক নাই, এটা দ্বারা বুঝিয়েছি তোমার সাথে খাওয়ার সম্পর্ক নাই, একসাথে খাব না"। এরূপ অনেক কিছু বলে বুঝানোর চেষ্টা করেন। তিনি আমার কাছে দলিল চান যে, কোথায় লেখা আছে এর দ্বারা সম্পর্ক ভেঙে যাবে। এক পর্যায়ে তিনি খুব রেগে যান। বলেন উনার ভুল হয়েছে। এখন উনাকে কি করতে বলি। আমি নাকি উনাকে এর দ্বারা অনেক পেইন দিচ্ছি। আমি উনাকে বুঝাতে পারি না এটা সেনসেটিভ বিষয়। তিনি বলেন, আমরা নাকি ইসলামকে কঠিন করে ফেলছি।জানি উনি তালাকের উদ্দেশ্যে কিছু বলেননি। মজা করে কথাটা বলেছেন।
শায়েখ, আমি জানতে চাই আমি যদি সত্যিই কোনো সাবজেক্টে ফেইল করি তবে কি আর আমাদের সম্পর্ক থাকবে না?
ফেইল করলেও আমাদের ভার্সিটিতে রেজাল্টের পর পর পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করে উত্তির্ন হওয়া যায়। সেক্ষত্রেও কি শর্ত প্রযোজ্য হয়ে সম্পর্ক ভেঙে যাবে?