আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১.শায়েখ আমি কিছু দিন আগে বিয়ে করেছি। আমার বিয়ে কাজি অফিসে হয়েছে। তখন আমার বন্ধু আমার বড়ো ভাই আরআমার বড়ো ভাই এর বন্ধু ছিলো। আর আমার স্ত্রীর বোন ছিলো। একজন আলেম ভাই ছিলো। তো আলেম ভাই আমার পক্ষথেকে আমার স্ত্রী কে বিয়ের প্রস্তাব দিয়েছে আর আমার স্ত্রী তিন জন সাক্ষীর সামনে কবুল বলেছে।তিনজন সাক্ষী হলো (স্ত্রীরবোন ,আমার বন্ধু ,আমার ভাই এর বন্ধু )।এরপর খুদবা হয়েছে দোয়া হয়েছে। কিন্তু আমার স্ত্রীর পক্ষ থেকে আমাকে বিয়েরপ্রস্তাব দেওয়া হইনি। আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আর স্ত্রী কবুল বলেছে শুধু। আর কাবিন হয়েছে ৫ লাখটাকা। তখন সাক্ষী হিশেবে সাইন করার সময় ,আমার বন্ধু ,আমার স্ত্রী বোন আর আলেম ভাই সাইন করেছে। কিন্তু আমার স্ত্রীকবুল বলার সময় আলেম ভাই সাক্ষী ছিলো না ওনি আমাদের বিয়ে পরিয়েছে। সাক্ষী ছিলো ওরা তিনজন (স্ত্রীর বোন ,আমারবন্ধু ,আমার ভাই এর বন্ধু )।এখানে আমার ভাই এর বন্ধু যে সাক্ষী ছিলো ওনার বদলে যে আমাদের বিয়ে পরিয়েছে ওনিকাবিননামায় সাইন করেছে। আমার ভাই এর বন্ধু যে সাক্ষী ছিলো ওনি সাইন করে নাই তাতে কি আমাদের বিয়ে সহিহ হবে?
২. কিন্তু আমার স্ত্রীর পক্ষ থেকে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হইনি। আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আর স্ত্রীকবুল বলেছে শুধু। তাতে কি বিয়ে সহিহ হবে?
৩.আমার যে বিয়ে সহিহ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ হইতেছে তাতে কি বিয়েতে কোনো সমস্যা হবে?