ওয়া আলাইকুমুস সালাম।
দ্বীন-শরীয়ত সম্পর্কে জানার আগ্রহ দেখে এবং i.o.m এর প্রতি আশ্বস্ত দেখে আমরা যারপরনাই আনন্দিত।আল্লাহ পাক আপনাকে দ্বীনের উপর সর্বদা অঠল-অবিচল থাকার তৌফিক দান করুক।আ'মলী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক।সেই প্রত্যাশা ও কামনা আমরা হৃদয়ে লালন করি ।
সমাধানঃ-
আপনার এমন জবাব দেওয়া চাই, যাতে মিথ্যার কোনো অাভাস না থাকে।সুতরাং এভাবে বলতে পারেন।আশানুরুপ হয়নি তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ।(যদি পরীক্ষা মোটামুটি পর্যায়ের ভালো হয়)আর যদি পরীক্ষা তেমন ভালো না হয়ে থাকে, তাহলে এভাবে বলতে পারেন যে,তেমন ভালো হয় নাই,তবে যা হয়েছে 'আলহামদুলিল্লাহ'।
এভাবে এমন পদ্ধতিতে কথা বলবেন,যাতে বাস্তবতার সাথে মিল থাকে এবং মিথ্যার কোনো আভাস না থাকে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.