বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ
যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।(সূরা শু'আরা-৭৮-৭৯-৮০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শে'ফা প্রদাণকারী একমাত্র আল্লাহ তা'আলা। বান্দা কখনো শে'ফা প্রদাণকারী হতে পারে না। ইয়াশফি অর্থ সে শে'ফা প্রদাণ করছে বা করবে।
সুতরাং এই অর্থের নাম ইয়াশফি না রাখাই ভালো ও উত্তম।