ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বাচ্চারা ঘরে প্রসাব করার পর , বা তারা ওয়াশরুমে যাওয়ার পর অভিভাবকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য হল সন্তানদেরকে ভালোমত পবিত্র করা।
(২) তারা যদি আপনার শরীর , পিসি , টেবিল , আসবাব পত্র , চেয়ার ইত্যাদি স্পর্শ করে এবং বিছানায় উঠে, যদি সেগুলোতে (দৃশ্যমান) কোনো নাপাকি দেখা না যায়, তাহলে সেগুলোকে পবিত্রই মনে করবেন।
(ক) আপনি আপনার বিছানাকে পবিত্রই মনে করবেন। নিজেকে নাপাক মনে করবেন না।
(খ) যে কাপড় পড়ে ঘুমান সে কাপড় ভিজা অবস্থায় কোথাও লাগলে সেটাকেও পবিত্র মনে করবেন।
(গ) গামছাতে দৃশ্যমান কোনো নাপাকি যতক্ষণ না দেখবেন,গামছাকে আপনি পবিত্রই মনে করবেন।
(৪)ঘুম থেকে উঠে পানির টেপ ধরলেও সেটা নাপাক হবে না।
(৫) ঘরে হাটা হাটি করার পর মসজিদের পুকুরে এসে পা ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(৬) ঘরে নামাজ পড়ার আগে ঘর মুছে ফেলার কোনো প্রয়োজনিয়তা নাই।
(৭) বাচ্চাদের হাত ভিজা ভিজা থাকে , তারা লজ্জাস্তানে হাত দেয়, তারা আপনার গায়ে হাত দেয় , পিসি ধরে , আসবাব পত্র , চেয়ার , টেবিল বা অন্যান্য জিনিষপত্র ধরে , কোনো কিছুই নাপাক হবে না।
(৮) ওয়াশরুম করে বের হতে দেরি হলে ডাক্তারের শরণাপন্ন হন।
(৯) টয়লেট করার সময় ছিটা আসলে যেই জায়গায় ছিটা লাগবে, সেই জায়গাকে ধৌত করে নিবেন। হাত পা ধৌত করার মুহূর্তে পানি যদি মাটিতে পড়ে আপনার হাতু পর্যন্ত চলে আসে এবং কাপড়ে লাগে, তাহলে এদ্বারা আপনার কাপড় বা শরীর নাপাক হবে না।
(১০) যতক্ষণ আপনি ঘরের মেঝে কোনো নাপাকি না দেখবেন, ততক্ষণ মেঝেকে পবিত্রই মনে করবেন।
(১১) কোনো কিছুই নাপাক হবে না।
(১২) জ্বী, বালতিতে ধৌত করতে পারবেন
(১৩) নাপাকির ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানকে কখনো প্রস্রয় দিবেন না।