আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, এশারের ফরজ নামাজ পড়া অবস্থায় রাকাত সংখ্যা নিয়ে কনফিউশান তৈরী হয়েছিল।এমতাবস্থায় সালাতের সালাম ফেরানোর পূর্বে কিংবা সালাম ফেরানোর পর ভুলে যাওয়ার কারনে সাহু সিজদা না দিয়েই সুন্নাত নামাজের জন্য দাড়িঁয়ে পড়ি।সুন্নাত নামাজে সূরা ফাতিহা পড়ার পর সিজদা সাহুর কথা মনে পড়ে।পরবর্তীতে সুন্নাত নামাজ শেষ করে ফরজের জন্য সিজদা সাহু দিয়েছি।
এক্ষেত্রে কি আমার সেজদা সাহু আদায় হয়েছে,নাকি পুনরায় ফরজ নামাজ আদায় কর আব্যশক ছিল?
উল্লেখ্য,ফরজ নামাজ, সুন্নাত নামাজ ও সাহু সেজদা আদায়ের এই মধ্যবর্তী সময়ে কথা বা অন্য কিছু করা হয়নি।