আসসালমুআলাইকুম হুজুর,
১. মাগরিব এর নামাজ পড়তে যাবো তাই অজু করছিলাম। পানি নিয়ে কুলি করছিলাম , হটাৎ শয়তানের ওয়াসওয়াসা তে মনে হলো নামাজ পড়তে গেলে তালাক। মনে মনে হয়েছে আমি কিছু না ভেবে নামাজ পড়তে গেলাম । দিয়ে নামাজ পড়ে বেরিয়ে আসছি , তখন মনে মনে সন্দেহ হচ্ছে উচ্চরণ করেছি নাকি? আসলে উচ্চরণ তো যদি আমি স্পষ্ট বাক্যে বলতাম তাহলে তো মনে থাকতো , আমি বলিনি কিন্তু ওয়াসওয়াসা র জন্য সন্দেহ হচ্ছে হয়ত উচ্চরণ হয়েছে । আমি আসলে উচ্চরণ করিনি। হুজুর মনে মনে এমন হলো , দিয়ে নামাজ পড়তে গেলাম এর জন্য কি তালাক হবে?
২. নামাজ পড়তে গিয়ে মনে মনে এমন ভাবনা হচ্ছে ifatawa তে গিয়ে প্রশ্ন করবো , হুজুর কে এমন এমন ভাবে বলবো, হুজুর আমাকে সাহায্য করেন এই সব থেকে বেরিয়ে আসতে, এই সব মনে হচ্ছিল। নামাজ পড়তে গিয়ে , হুজুর এর জন্য কি ঈমান চলে যাবে?
৩. নামাজ পড়তে গিয়ে ঘুমের আলসী তে হাই উটছিল তখন মনে মনে তালাক কথা টা হলো, দিয়ে ভয় পেয়ে গেলাম উচ্চরণ হয়ে গেলো নাকি , হাই উটলে তো মুখ খোলা থাকে তাই ভয় হলো উচ্চরণ হলো নাকি , কিন্তু আমার মনে মনে হয়েছে, এইটাকে কি উচ্চরণ ধরা হবে? হুজুর এক্ষেত্রে কি তালাক হবে?
৪. এখন প্রশ্ন লিখছি ifatawa তে দিয়ে মনে মনে এমন হচ্ছে যদি প্রশ্ন লিখি তাহলে তালাক। এই রকম মনে মনে হচ্ছে ঢোক গিলতে যাচ্ছি মনে হচ্ছে উচ্চরণ হয়ে যাবে কিন্তু আমি মুখ চেপে আছি। মুখ দিয়ে উচ্চরণ করিনি , হুজুর প্রয়োজন এ ifatawa তে প্রশ্ন টা করলাম এর জন্য কি তালাক হবে?
৫. একবার স্ত্রীর ওপর রেগে স্ত্রী কে ১ তালাক বলেছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়েছি স্বামী সুলভ আচরণ করে। ফিরিয়ে নেওয়ার আগে , আমার মা কে বলছিলাম যা হবে হবে, বেশি পাকামু করলে ছেড়ে দিবো, তাই বলেছিলাম , দিয়ে আপনাদের কে প্রশ্ন করেছিলাম আপনাদের উত্তর ছিল ১ তালাক দিয়ে ফিরিয়ে নিয়েছেন সুতরাং আমরা এখন বৈধ স্বামী স্ত্রী । আর যা হবে হবে ছেড়ে দিবো এই কথার জন্য কোনো তালাক হবে না, ও তালাক এর মজলিস ও হবে না। হুজুর তাহলে কাজাআন তালাক ও দিয়ানাতান তালাক ও তো হবে না তাইনা হুজুর? কোনো তালাকই তো হবে না তাই না?
৬. হুজুর তাহলে স্ত্রী কে একবার ওই কথা বলেছিলাম, তাহলে সমস্ত ঘটনা অনুযায়ী কটা তালাক হবে? আর আমি আমার স্ত্রী কে তো ফিরিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে তাহলে আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৭. হুজুর এই খানে তালাক কথাটা লিখতে গিয়ে ভয় হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে স্ত্রী কে লিখছি মনে মনে এমন ভাবনা হচ্ছে , আস্তাগিরুল্লাহ। হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে এর জন্য কোনো তালাক হবে না তো? আমি এই ভুল আর করতে চাইনা। হুজুর কোনো তালাক হবে না তো ?
৮. হুজুর আমরা একদম ইসলামিক শরিয়ত মোতাবেক বৈধ স্বামী স্ত্রী তো?
৯.স্ত্রীর সাতে ফোনে কথা বলছিলাম , হটাৎ স্ত্রী তার মা এর সাতে call কনফারেন্স করেছে আমার তাই মনে হলো । দিয়ে কেটে দিয়েছে। , তার পর আমার মনে মনে এমন হলো এর পরে কল কনফারেন্স করলে তালাক মনে মনে এমন হলো। পরে স্ত্রী কে জিজ্ঞাসা করছি এমনি যে কাকে কল কনফারেন্স করেছিলে বলছে আমার স্ত্রীর এক বান্ধবী কে । এইটাই সত্য। এখন বিষয় হলো আমার মনে মনে এমন হলো এর পর যদি কোনো দিন কল কনফারেন্স করে তাহলে তালাক।
হুজুর প্রয়োজন এ যদি স্ত্রী তার মা এর সাতে কল কনফারেন্স করে তাহলে কি তালাক হবে? আমি তো মুখে উচ্চরণ করিনি। যা হয়েছে মনে মনে , দরকারে যদি স্ত্রী তার মা এর সাতে কল কনফারেন্স করে তাহলে কি তালাক হবে?
১০. হুজুর আপনাদের কে বিষয় টা লিখতে হলো ও বলতে হলো এর জন্য কি কোনো তালাক হবে যদি স্ত্রী তার মা এর সঙ্গে কল কনফারেন্স করে??
১১. কোনো কিছু হচ্ছে, বা হবে, দিয়ে মনে মনে এমন হয় , যদি এই জিনিস টা এমন হয় তাহলে তালাক, দিয়ে সেই জিনিস টা হলো তাহলে কি তালাক হবে? যা হয়েছে সব মনে মনে তাহলে কি তালাক হবে?
১২. পানি তোলা মোটর এ সুইচ দিয়েছি কিন্তু পানি উটছে না , দিয়ে হটাৎ মনে হলো এবার যদি পানি ওঠে তাহলে তালাক। মনে মনে এমন হলো দিয়ে পানি উঠলো তাহলে কি তালাক হবে?
১২.১ দিয়ে শয়তানের ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে আমি কি উচ্চরণ করেছি, সত্যিই বলতে আমি উচ্চরণ করিনি কিন্তু ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে উচ্ছরন হয়েছে। বেশির ভাগই মনে হচ্ছে উচ্চরণ হয়নি। আমি উচ্চরণ করিনি ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে উচ্চরণ হয়েছে, আমি সিউর ভাবে বলতে পারছিনা, বেশির ভাগই মনে হচ্ছে উচ্চরণ হয়নি, আর উচ্চরণ হলে ও মনে পড়ছে না । সন্দেহ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি তালাক হবে?
১৩. হুজুর ইউটিউব চালাচ্ছিলাম হটাৎ হাই উটছিল, তখন মুখ টা খোলা অবস্থায় ছিল, দিয়ে সঙ্গে সঙ্গে মনে হলো এর পর যদি ইসলামিক কোনো কিছু আসে তাহলে তালাক, আমি স্পষ্ট বাক্যে মুখে উচ্চরণ করিনি। হাই উঠার সময় মুখ খোলা অবস্থায় ছিল, আর সেই সময় মনে মনে হয়েছিল, জিহ্ববা নিরেনি আর কোনো শব্দ ও হয়নি, হাই উঠার কারণে হালকা জিহ্ববা নড়তে পারে, কিন্তু আমি পরিষ্কার বাক্যে মুখে উচ্চরণ করিনি। আমার মুখ খোলা অবস্থায় ছিল, আর সেই সময় ওটা মনে হয়েছে তার জন্য মনে হচ্ছে উচ্চরণ হয়েছে, আসলে আমি জিহ্ববা নড়িয়ে মুখ নাড়িয়ে বলনি । আর যদি উচ্চরণ হয় তাতে অনেক সন্দেহ আছে , সিউর ভাবে বলতে পারছিনা যে উচ্চরণ হয়েছে সেটা। হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য মনে মনে হচ্ছে হয়ত উচ্চরণ হয়েছে, হুজুর আমি কনফিউজ হুজুর এক্ষেত্রে কি উচ্চরণ হবে? তালাক হবে?
১৩.১ হুজুর তার পর আমি হাই তুলছি আর ইসলামিক কোনো কিছু আসে তাহলে তালাক, এই কথার পরিবর্তে বলছি, "আমার নাম সাদ্দাম " দিয়ে দেখছিলাম উচ্চরণ হয় কি না। উচ্চরণ হচ্ছে না। হুজুর যদি কোনো ইসলামিক কিছু আসে তাহলে তালাক, এই কথার পরিবর্তে বলছি, "আমার নাম সাদ্দাম বলেছি এর জন্য কি তালাক হবে?
১৪. হুজুর আমার হাচ্ছি উঠতে যাচ্ছিল তখন সঙ্গে সঙ্গে মনে মনে এমন হলো যে হাচ্ছি তুললে তালাক। আমি থাকতে না পেরে হাচ্ছি তুলে ফেলেছি তাহলে কি তালাক হবে? যা হয়েছে মনে মনে মুখে উচ্চরণ করিনি।
১৪.১ হুজুর স্ত্রী কে ভালবেসে জানু বলে ডেকেছি। এর জন্য কি বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে?
১৫.হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?