আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১.শায়েখ আমি একবার শব্দ করে গলা ঝারা দেয়। শব্দ করে গলা ঝারা দেওয়ার পরে আমার বিতরে খেয়াল আসে যে শব্দ করেগলা ঝারা দিয়ে যদি তালাক বুঝানো হই তাহলে তো তালাক পতিত হয়ে যাবে। আমি ও তো শব্দ করে গলা ঝারা দিয়েছি এখনতালাক পতিত হয়ে গেল নাতো এমন মনে হইতেছে। শব্দ করে গলা ঝারা দেওয়ার সময় এমন কিছু মনে হই নাই। গলা ঝারাদেওয়ার পরে আমার এমন মনে হইতেছে। আমার মনে হইতেছে শব্দ করে গলা ঝারা দিয়ে আমি তালাক দিয়ে ফেলেছি।তালাকহয়ে গিয়েছে। আমার মনে হইতেছে আমি শব্দ করে গলা ঝারা দিয়ে তালাক বুঝিয়েছি। তালাক পতিত হয়ে গেছে। এমন অবস্থায়কি তালাক পতিত হবে?
২. শব্দ করে গলা ঝারা দিয়ে যদি তালাক বুঝানো হই তাহলে কি তালাক পতিত হয়ে যাবে?