আসসালামু আ'লাইকুম মুহতারাম। আমি আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র। ব্যাচ ২৩০৯।
আশ আরী, আথারী, মাতুরদী আর সালাফী আক্বীদার মূল পার্থক্য কি? সালাফী আর আথারী আক্বীদা কি একই??
মূলত এদের পার্থথক্য কোথায়? আর সালাফীদের সবাই কি দেহবাদী আক্বীদা লালন করে? নাকি সালাফী দের মাঝেও সহীহ আক্বীদা লালন কারী রয়েছে? আর যারা দেহবাদী আক্বীদা লালন করত কিন্তু ইসলামের অনেক খেদমত করেছে, এমন বড় বড় মানুষদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে?
আর সালাফী আর আথারী অনেকে বলে একই আক্বীদা, এর মধ্যে মূল তফাৎ কোথায়।?