একটু বিস্তারিত পরবেন
একটি কোম্পানির তারা ইলেকট্রনিক জিনিস অথবা পোশাক বিক্রয় করে।সেখানে ওদের ওয়েবসাইটে ড্রপশিপর হিসেবে রেজিস্ট্রেশন করা যায়।(এটি কোম্পানির এজেন্ট হিসেবে চাকরি নয়)।ওই কোম্পানিতে ড্রপশিপার হিসেবে রেজিস্ট্রেশন করে আমি একটি পেজ খুললাম।এরপর ওদের পণ্যের ছবি আমার পেজে দিয়ে বিক্রয় করলাম। উল্লেখ্য, কোম্পানি যে মূল্য নির্ধারন করে দিয়েছে সেই মূল্যেই আমি বিক্রয় করলাম। বিক্রয়মূল্যের একটি লাভের অংশ কোম্পানি থেকেই আমাকে দিবে তারা।অর্থাৎ আমি নিজে থেকে দাম বাড়িয়ে নির্ধারন করতে পারবো না।আর কাস্টমার পণ্য হাতে পেয়ে নিশ্চিত হওয়ার পরে ফুল পেমেন্ট করবে।এভাবে কি কোম্পানি থেকে পাওয়া ওই অর্থ হারাম নাকি হালাল হবে?