আসসালমুআলাইকুম হুজুর,
১.হুজুর কদিন থেকে আমি তালাক বা শর্ত তালাক নিয়ে অটোমেটিক ভাবনা চলে আসছে, আমি সব সময় মুখ বন্দ করে রাখছি, ভয় এ ,কিছু উচ্চরণ হয়ে যাবে বলে,
হুজুর বিষয় হলো আমি ঘুমিয়ে ছিলাম , হটাৎ আমার মনে হলো আমি কিছু বললাম , দিয়ে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলো দিয়ে ভাবলাম আমি কি বললাম , তখন একটু একটু মনে ছিল আমি কিছু বলেছি হালকা জিহ্ববা নড়েছে , মনে হলো তালাক বলেছি বা শর্ত তালাক বিষয় এ , বলেছি , কিন্তু সঠিক মনে ছিল না দিয়ে আবার ঘুমিয়ে জাই, দিয়ে যখন ঘুম ভাঙলো তখন তখন আর কিছু মনে পড়ছে না , শুধু মনে হচ্ছে তালাক বা শর্ত তালাক বিষয় এ হয়ত কিছু বলেছি, কিন্তু আমার স্পষ্ট কিছু ই মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না অনেক চেষ্টা করলাম তাও মনে পড়ছে না। আর হুজুর আমি ইচ্ছা কৃত কিছু বলিনি অটোমেটিক ঘুমের মধ্যে বা হালকা ঘুম ভেঙেছে সেই মুর্হুতে বলে ফেলেছি, হুজুর কোনো কিছুই মনে পড়ছে না স্পষ্ট ভাবে হুজুর এক্ষেত্রে কি কোনো তালাক বা শর্ত তালাক হবে?
২. হুজুর আমি এই বিষয় এ অনেক ভাবলাম দিয়ে মনে হচ্ছে, অনেক ভাবার পর এটাই মনে হলো আমার হয়ত হাই উটেছিল , দিয়ে অটোমেটিক তালাক কথা টা হালকা জিব নড়িয়ে বলা হয়েছে। এতে আমার কোনো ইচ্ছা ছিল না , সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও উদ্দেশ্য হীন ভাবে বলা হয়েছে , কোনো উদ্দেশ্য ছিল না এমনি বিনা কারণে বিনা উদ্দেশ্যে কথা টা হয়েছে এর জন্য কি তালাক হবে? ( Plz হুজুর এইটার উত্তর দিবেন এইটা মনে হচ্ছে এখন)
দিয়ে শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে যা বলেছি ঠিক বলেছি এমন মনে হচ্ছে কিন্তু মুখে উচ্চরণ করিনি। হুজুর আমার কোনো উদ্দেশ্য ই ছিল না এমনি কথা টা বেরিয়ে গিয়েছে। হুজুর এক্ষেত্রে তালাক হবে?
৩। আর হুজুর যদি সর্ত তালাক এর কথা হয়ে থাকে, কদিন থেকে একটা জায়গাতে বেড়াতে যাওয়ার কথা ছিল। তখন মনে মনে বলছিলাম ওই খানে বেড়াতে গেলে তালাক। এটা তো মনে মনে হয়েছে তাতে তো সমস্যা নেই। সেই খানে বেড়াতে গেলে কি তালাক হবে? যেহেতু মনে মনে হয়েছে
৪.এখন যদি হালকা ঘুম ভেঙেছে তখন যদি বলা হয়ে থাকে অমুক জায়গাতে বেড়াতে গেলে তালাক। সেটা স্পষ্ট ভাবে কিছুই মনে পড়ছে না কি বলেছি না বলেছি , তাহলে সেই জায়গাতে বেড়াতে গেলে কি তালাক হয়ে যাবে?
হুজুর আমি আর পারছিনা এই সব যন্ত্রণা সহ্য করতে , আমাকে সাহায্য করুন plz। আমার কি কোনো তালাক হবে?
৫. হুজুর শর্ত তালাক দিয়ে আমি যদি সেই কথা ফিরিয়ে নি তাহলে তো আর সর্ত তালাক থাকবে না তাই না ? শর্ত তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া হয়?
৬.হুজুর আবার ঘুমিয়েছিলাম দিয়ে দেখছিলাম কি বলেছি না বলেছি মনে করার চেষ্টা করছিলাম , ঘুম থেকে উঠে মনে মনে তালাক কথা টা হলো, উচ্চরণ করিনি। জিহ্ববা টা এমনি হালকা নড়েছে , কিন্তু জিহ্ববা নড়িয়ে উচ্চরণ করিনি , যা হয়েছে সব মনে মনে এক্ষেত্রে তো তালাক হবে না। হুজুর আমার সমস্ত ঘটনা অনুযায়ী কি আমার তালাক হবে?