আসসালামু আলাইকুম
https://ifatwa.info/67433/ এটা আমার প্রশ্ন হুজুর এই প্রশ্নের জবাবে আপনি লিখেছেন https://ifatwa.info/53172/ ফতোয়ার বিবরণ মতে আপনি যেহেতু OCD রুগী, সুতরাং আপনার তালাক পতিত হবেনা।
কিন্তু আপনি যে লিংক জবাবে দিয়েছেন সেটা আমার করা প্রশ্ন নয় তাই আমি বুঝতে ব্যার্থ আমাকে মেহেরবানী করে স্পষ্ট ভাষায় লিখে দিবেন যে আমার উপর কোনো তালাক পতিত হয়েছে কিনা যেনো আমি সন্দেহ মুক্ত হতে পারি আমার প্রশ্নটা আবারো তুলে ধরলাম
হুজুর আমি ভীষন ভাবে ওয়াসওয়াসা গ্রস্ত ইদানিং কেনায়া তালাক সম্পর্কে জানার পর খুব মানসিক কষ্টে ছিলাম তখন সারাক্ষন মাথায় আসত বিভিন্ন কথা তখন নিজেই একা একা উচ্চারণ করতাম নিজের উপর তালাক নিলাম নিজেকে মুক্তি দিলাম আবার এগুলো বলার পর বেশ কয়েকবার (প্রতিবার না মনে হয়) সাথে সাথে উচ্চারন করেছি আলহামদুলিল্লাহ এমন কিছু বলি নি আসলে উচ্চারন করে মনে করার চেষ্টা করতাম এমন কিছু পূর্বে বলেছি কিনা আল্লাহ কসম নিজের সন্দেহ দূর করার জন্য এরকম কিছু পূর্বে বলেছি কিনা মনে করার জন্য শুধু উচ্চারন করতাম বারবার মাথায় তালাক সংক্রান্ত কথা আসছিল ওই সময় আমি সারাক্ষন ভয়ে থাকতাম আর কান্না করতাম আমার OCD আছে ডাক্তার ও দেখিয়ে ছিলাম
এখন খুব ভয়ে আছি আমার এভাবে শব্দ করে উচ্চারন দ্বারা কি আমার উপর তালাক পতিত হলো কিনা
আমি তালাকের অধিকার প্রাপ্ত কিন্তু নিজের উপর তালাক নেওয়া যায় জানতাম না তাই জানার পর ওয়াসওয়াসা হয় খুব পূর্বে এমন কিছু বলেছি কিনা এর জন্য
উল্লেখিত সুরতে কী আমার উপর কোনো তালাক পতিত হয় কীনা মেহেরবানি করে স্পষ্ট ভাষায় লিখে দিবেন আমার বিশ্বাস ইন শা আল্লাহ যখনই মাথায় সন্দেহ আসবে তখন আপনার স্পষ্ট ভাষায় লিখা উত্তর পড়লে ইন শা আল্লাহ আমার অস্থিরতা দুর হবে
আমাকে ক্ষমা করবেন এভাবে বিরক্ত করার জন্য
জাযাকাল্লাহু খায়রান