আসসালমু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি কিছুদিন আগে জানতে পারি আমাকে পালক আনা হয়েছে । আমি আমার বাবা মায়ের আপন সন্তান নই। আমার প্রকৃত বাবা আমার পালক বাবার ছোট ভাই, অর্থাৎ যাকে আমি চাঁচা হিসেবে জানি সেই আমার আসল বাবা । আমার পালক বাবা রা ৪ ভাই। তিনি আমাকে আমার মেঝ চাচার কাছ থেকে( যিনি আসলে আমার প্রকৃত বাবা ) এবং আমার ছোট চাচার কাছে থেকে একজন ছেলে পালক আনেন যাকে আমি আমার ভাই বলে জানি । অর্থাৎ আমার ভাই আর আমি আপন ভাই বোন নয় বরং চাচাত ভাই বোন। মোট কথা আমার পালক বাবা তার দুই ভাই এর কাছ থেকে দুইজন সন্তান দত্তক নেন । তাদের নিজেদের ঔরসজাত কোন সন্তান নেই ।
বিষয়টি আমি জানতাম না এবং ছোট বেলা থেকে তাদের আপন বাবা মা জেনে বড় হয়েছি । তারাও আমাকে তাদের আপন সন্তানের মতোই আদর ভালোবাসায় বড় করেছেন । কিছুদিন আগে আমি সত্যতা জেনেছি। আমি বিবাহিতা এবং আমার একজন কন্যা সন্তান রয়েছে ।
এখন আমি জেনেছি যে নিজের বাবা মা ব্যতীত অন্য কাউকে বাবা মা পরিচয় দেয়া ইসলামে জায়েজ নেই । আমার সকল সরকারী বেসরকারি ডকুমেন্ট এ বাবা মায়ের জায়গায় আমার পালক বাবা মায়ের নাম, এবং আমার বিয়ে হয়েছে তাদের সন্তান পরিচয়ে এবং কাবিন নামায় ও তাদের নাম ।
এখন আমার প্রশ্ন হলো আমার বিয়ে কি হালাল হয়েছে ? আমার সকল ডকুমেন্টস এ কি এখন বাবা মায়ের নাম পরিবর্তন করতে হবে ? এখন থেকে কি আমার ভাই এর সাথে পর্দা করতে হবে ? এখন থেকে কি তাদের কে আর বাবা মা বলে পরিচয় দিবো না ? উত্তর দিলে অনেক উপকৃত হব । জাঝাকল্লাহু খাইরান কাছিরা