১/ আগের প্রশ্ন ছিলো,বিয়ের আগে ছেলে যদি বলে বিয়ে হলেও তালাক না হলেও তালাক।এতে কি হবে?হুজুর বললেন,এক তালাক পতিত হবে আর নতুন করে বিয়ে করতে হবে।
জানার বিষয় হলো,নতুন করে বিয়ে কি বাধ্যতামূলক?ঘটনা তো অনেক আগের,এতদিন ধরে তারা সংসার করে আসছে।এখন হুট করে এটা মনে পরাতে বিয়ে কি অবশ্যই করতে হবে?না করলে হবে না?
২/ বর্তমানে আমি ওয়াসওয়সার রুগি,আগে এসব বলছে কি না নিজেই শিউর না।একবার মনে হয় বলছে,আবার মনে হয় বলে নাই।এখন কি সিদ্ধান্তে যাওয়া উচিত?
৩/ জামাই যদি এসব পাত্তা না দেয়,মানে বউ এর এসব কথা বিশ্বাস না করে আর বলে আগে সে এসব কখনো বলে নাই।তাই সে নতুন করে বিয়ে করতে চায় না।তাহলে এতে করনীয় কি?
৪/বউ যদি ভয়ে জামাইকে এসব জিজ্ঞেস না করে যে বিয়ের আগে এমন ঘটনা হলো কি না?তাহলে কি কোন সমস্যা হবে?বউ তো এমনিতে ওয়াসওয়াসার রুগি,এই জিনিসটা যেহেতু মারাত্মক,শয়তান ওয়াসওয়াসা দিতে পারে অন্য জনকেও,তাই সে ভাবছে এ সম্পর্কে কোন আলোচনা করবে না,এ সিদ্ধান্ত কি ঠিক?
৫/ এ ঘটনার জন্য লোকলজ্জার ভয়ে উভয়েই নতুন করে বিয়ে করতে চায় না,এতে গুনাহ হবে?এটা কি যেনার সম্পর্ক হবে?
৬/ ওয়াসওয়াসা থেকে প্রশ্ন যে করলাম "জামাই হয়তো বিয়ের আগে এমন তালা** এর কথা বলেছে,সে অনুযায়ী প্রশ্ন করলাম" আসলে এমন কিছু হয় নাই এতে বিবাহে সমস্যা হবে?
৭/ হুজুর এ প্রশ্ন ভীষন গুরুত্বপূর্ণ, প্লিজ মন দিয়ে পড়বেন,
আমি এখন জামাইকে বলছিলাম, জান্নাতে একসাথে তোমাকে চাই,আগে যদি তুমি মরে যাও তুমি কি অছিয়াত(ওয়াদা/কসম করানো) করে যাইবা মরার পর আমি যেন বিয়ে না করি?সে বললো, নাহ,অছিয়াত করবো কেন?থাকলে থাকবা না,থাকলে নাই।ইচ্ছের উপর সব নির্ভর করবে,জোর করে কি রাখা যায়?"
"আমি তোমারে ছাইড়া দিলাম,তুমি আমারে ছাইড়া দিলা,তুমি তোমার পথ দেখো,আমি আমার পথ দেখি" মানে মরার পরের কথা বলছে,যার যা ইচ্ছে সে তা করবে তখন।"ছাইড়া দিলাম"বলতে বুঝাইছে মৃত্যুর পর বিয়ে করবা নাকি করবা না এ ব্যাপারে তোমাকে ছেড়ে দিলাম যাকে বলে স্বাধীনতা।
এতে কি তালাক হয়ে গেলো?আমি তখন তাকে বললাম,এটা কি বললা?মানা না করলাম এ ধরনের শব্দ বলতে না।সে বললো,আরে দূর,একটা শব্দ কত জায়গায় কত ক্ষেত্রে ব্যবহার হয়।এটা তো মরার পরের কথা বললাম যে বাঁধা নাই।আমার ভিতর ভয় ঢুকে গেলো খুব আবার।
৮/ এ ঘটনার পর থেকে আমি জামাইকে বার বার কল দওয়া বিরক্ত করতছি, তুমি এটা কি বললা?কীভাব বললা? "" তুমি তো এটা বলছো আমি তোমাকে ছাইড়া দিলাম,তুমি আমাকে ছাইড়া দিলা""এমন করে কয়েকবার আমি নিজে জিজ্ঞেস করছি এতে কি সমস্যা হবে?
৯/জামাই কয়েকবার আমারে বুঝানোর জন্য বলছে যে"আমি তোমারে ছাইড়া দিলাম" মানে তোমার হাতে ডিসিশন ছেড়ে দিলাম...এই যে এত বার করে বললো এটা বুঝানোর জন্য "ছাইড়া দিলাম"" এতে কি সমস্যা হবে?