আসসালামু আলাইকুম ওয়া র'হমাতুল্লাহি ওয়া বারকাতুহ
মেয়েদের পাব্লিক হলগুলোতে একই স্পেস দুইজনের শেয়ার করে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে দুইজনের জন্য একই চেয়ার-টেবিল থাকে। অর্থাৎ, দুইজনেরই এগুলো ব্যবহার করার সমান অধিকার হয়েছে। এমন অবস্থায় কোনো একদিন একজন যদি গরমে হেঁটে বাহির থেকে এসে মাত্রই চেয়ারে বসে (তার শারীরিক দুর্বলতাও রয়েছে যা অপরব্যক্তি জানেন) এমন অবস্থায় সাথে সাথে অপরব্যক্তি নিজ প্রয়োজনে তাকে চেয়ার থেকে উঠে যেতে বলে এবং তার কথা দ্বারা প্রথম ব্যক্তিকে উঠে যেতে বাধ্য করে এরুপ আচরণ কি জায়েজ হবে? (উদাহরণঃ প্রথম ব্যক্তি তাকে ২মিনিট অপেক্ষা করতে বলে যেহেতু তার বসার সাথে সাথেই উঠে যেতে কষ্ট হচ্ছিলো। অপরব্যক্তি জানতো প্রথমব্যক্তি মাত্রই বাহির থেকে রুমে এসেছে তাও অপরব্যক্তি সাথে সাথে উত্তর দেয় ২মিনিটও আমার জন্য অনেক সময় বা ২মিনিট অপেক্ষা করার সময়ও আমার নেই।)
যেহেতু প্রথম ব্যক্তি যৌথ একটি স্পেস প্রয়োজনে ব্যবহার করছিলো এবং জরুরি প্রয়োজন থাকলে সে ২মিনিটের জন্য চেয়ার ব্যবহার করতে পারে। এমন অবস্থায় অপরব্যক্তির কথা দ্বারা তাকে উঠে যেতে বাধ্য করার দ্বারা কি তিনি কোনোভাবে প্রথম ব্যক্তির হক্ব নষ্ট করেছেন? উত্তরগুলো জানাবেন।
জাযাকুমুল্লাহু খাইরান।