আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
211 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (16 points)
আসসালামু আলাইকুম।

এখানে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করার জন্য ক্ষমা চাচ্ছি
এগুলো আধুনিক মাসআলা নিয়ে অনেকেরই ভিন্ন মত। আবার দেখা গেছে অনেকে এখান থেকে উপার্জন পূর্বে হারাম বলে পরে একটু শিথিল মত দিয়েছে।এখন দয়া করে বিস্তারিত বললে উপকৃত হবো
১) ড্রপশিপিং কি হালাল?যদি আমি একটি ওয়েবসাইট বানাই বানিয়ে সেখানে পণ্যের ছবি ও দাম দেই।এরপর যখন কেউ কি পণ্য অর্ডার করবে তখন আমি ওই পণ্য যে কোম্পানিতে আমার দেওয়া বিক্রয়মূল্লের কমে পাবো সেখানে অর্ডার দিয়ে তার ঠিকানা দিয়ে দেই আর মাঝখানের অতিরিক্ত টাকা লাভ হিসেবে পাই।এভাবে উপার্জিত অর্থের বিধান কি হবে?

২)আপনাদের ফতোয়ায় দেখলাম পণ্য পূর্ব থেকে মালিক না হলে তা বিক্রয় করতে পারবেনা।কিন্তু অনেক কোম্পানি আবার ওই বই বিক্রেতারাও প্রি- অর্ডার নেয়।মানুষ আগে টাকা দিয়ে অর্ডার করে।ধরুন একটি পণ্য ১০জন প্রি অর্ডার করলো।এরপর তারা টাকা ওই পণ্য ১০টিই বানায়। এখানেও তো পণ্য আনার পূর্বেই বা মালিক হওয়ার পূর্বেই টাকা নিচ্ছে এরপর তা আমদানি করে বা বানিয়ে ক্রেতাদের দিচ্ছে।এভাবে উপার্জিত অর্থের বিধান কি?

৩) ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম?

৪) ক্রিপ্টো ট্রেডিং কি যেকোনো শর্তেই হারাম?

৫) অ্যাডসেন্স এ অনেকে বলে অ্যাড ব্লক করা যায়।আবার বাংলাদেশে দেখা যায় সাধারণত foodpanda,বিকাশ অন্যান্য খাবারের অ্যাডই বেশি আসে।মদ বা হারাম পণ্যের অ্যাড দেখা যায় না। অনেকে এক্ষেত্রে হালাল বলে।

অ্যাডসেন্স সম্পর্কে ফতোয়া কি?

1 Answer

0 votes
by (589,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। 
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যবস্তু ক্রয় করে, যেন তা কবজা করার আগে বিক্রয় না করে(সুনানু নাসায়ী-৪৫৯৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60300


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পণ্য হস্তগত করার পূর্বে বিক্রয় করা যাবে না। সুতরাং ড্রপশপিং জায়েয হবে না।

(২)
হ্যা, নিজের আয়ত্বে মাল থাকলে বিক্রয় ওয়াদা করা যেতে পারে। এবং সেই ওয়াদা করার পর প্রয়োজনে মূল্য ফিরিয়ে দেয়ার শর্তে আংশিক বা সম্পূর্ণ মূল্যকে সিকিউরিটি হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে বিক্রয়মূল্য হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই।

(৩)
ফরেক্স সম্পর্কে আমরা যা জানতে পেরেছি,সে অনুযায়ী বলবো,এতে হারামের কিছু নেই।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/198


(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1710

(৫)
যদি হারাম জিনিষের এ্যড না আসে, তাহলে তো এডসেন্স হারাম হবে না। তবে হারাম জিনিষের এ্যাড যে আসবে না, সেটা কতটুকু নিশ্চিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,260 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 2,494 views
...