আসসালমুআলাইকুম হুজুর।
১. আমি আর আমার একটা বন্ধু শুয়ে ছিলাম দিয়ে আমার বন্ধু আমাকে বলছে, ইসলাম ধর্মে সব কিছু তেই বেহতারী আছে, তাই না বলো, আমার তখন ভয় হয়ে জাই , না জেনে না বুঝে যদি হ্যাঁ বলি , দিয়ে যদি ঈমান চলে যায় তাই ভয় হয়ে জাই, আমি বেহতারি কথার মানে জানতাম না, তার জন্য আমি কথার উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম বেহতারী মানে কি?
দিয়ে সে বললো এক কথাই সব কিছুর জন্য আলহামদুিল্লাহ।
মানে আমাদের যা কিছু হচ্ছে তাতে আল্লাহ ইচ্ছা আছে বলে হচ্ছে। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি এই উত্তর শোনার পর বললাম """"""""অবশ্যই """"""" আমার বন্ধু বলেছি সবকিছুর জন্য বেহতারই আছে আমি এবার আমি বললাম অবশ্যই। আলহামুলিল্লাহ।
হুজুর প্রথমে বেহতারি কথার মানে জানতাম না তাই উত্তর দেইনি বা জিজ্ঞাসা করলাম বেহতারি মানে কি? জানার পর আমি অবশ্যই ও আলহামদুিল্লাহ বলেছি। হুজুর জানতাম না তাই জিজ্ঞাসা করেছি, এবং জানার পর উত্তর দিয়েছি। এর জন্য কি ঈমান চলে যাবে?
প্রথমে জানতাম না বেহতারি মানে তাই জিজ্ঞাসা করেছি। এর জন্য কি ঈমান চলে যাবে?
২. হুজুর একটা হলিউড এর মুভি দেখছিলাম, একটা লোক এমন সেজেছে মুভিতে , আমার দেখে মনে হয়েছিল নমরুদ এর মত । আমি মুখে কিছু উচ্চরণ করিনি। এমনি মনে মনে এমন হয়েছে। মুখে উচ্চরণ করিনি। হুজুর এমন মনে হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?? আমি মুভি টা আর দেখিনি। হুজুর আমার ঈমান ঠিক আছে তো?