আসসালমুআলাইকুম হুজুর,
হুজুর আমি একজন ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ। হুজুর বিষয় হলো , একটা মুভি দেখছিলাম দিয়ে হটাৎ মনে মনে হতে লাগলো এটা আমার ধর্ম , আস্তাগিরুল্লাহ।
তার পর থেকে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মনে মনে হতে লাগলো আমার ধর্ম হিন্দু , আস্তাগফিরুল্লাহ, নাউজবিল্লা ।
১. হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছিল, হুজুর এই রকম হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?
২. হুজুর মনে মনে হচ্ছে আমি হিন্দু, আস্তাগিরুল্লাহ আস্তাগিরুল্লাহ। হুজুর এই রকম মনে হতে হতে মুখ থেকে "হিন্দু " এই শব্দ টা হালকা করে অজান্তে বেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মুখ চুপ করে জাই। আর কোনো শব্দ বের করিনি। এই হিন্দু শব্দ টা বেরোনোর জন্য কি ঈমান চলে যাবে?
৩. আপনাদের কে বিষয় টা বোঝাতে সব কিছু লিখতে হয়েছে এর জন্য কি ঈমানের কোনো সমস্যা হবে?