আসসালামু আলাইকুম
প্রয়োজনের খাতিরে মাহরাম কারোর শরীরের স্পর্শ না করার মতো অংশ দেখা ও ধরা লাগলে সেক্ষেত্রে কি শরীয়তের কোনো বাধা বা নিষেধ আছে ?
আমার বড় বোন, বয়স ২৫ পার হয়েছে, আমার ২২। সমস্যা হচ্ছে ও মেন্টালি আনস্টেবল অনেকটা। একদম ছোট থেকেই, সমস্যাটা কখনো অনেক বাড়ে আবার কিছুটা নিয়ন্ত্রণেও যায়।
যেমন নিজের কাজ কাম করা, নিজেকে পরিছন্ন রাখা এইগুলো পারে তবে একা গোসল করতে গেলে তখন পানি নিয়ে খেলা শুরু করে দেয় এবং ১.৫-২ ঘন্টা ওভাবেই সময় কাটায়। এইটা প্রায় সবসময় ই। আর হটাৎ করে এমন হয় যে ড্রেস পরিবর্তন নিজে ঠিকভাবে করতে পারেনা, হেল্প লাগে। বিশেষ দিনগুলোতে যে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে হয় নিদৃষ্ট সময় পর পর সেটা বুঝে উঠতে পারেনা।
প্লেটে ভাত দেওয়া হলো, ওর খেতে ইচ্ছা না হলেও বলতে পারেনা বা বলেনা, তখন ভাতের প্লেট নিয়েই বসে থাকে আর নাড়াচাড়া করতে থাকে। এরকম বেশ কিছু সমস্যা হয়। যুবতী হলেও ওকে একটা বাচ্চার মতো ট্রিট করতে হয়। স্টাডি কমপ্লিট করেছে ডিগ্রি পর্যন্ত ।
এখন তো আম্মুর বয়স হয়ে গেছে অনেকটা, আগের মতো স্ট্রং নেই যে ওর সাথ দিতে পারবে সব সময়। এজন্য আমাকেও এখন অনেক কিছু করে দিতে হয়।
ছোট মানুষকে তো ধরে গোসল করানো যায় কিন্তু আম্মুর এই বয়সে ওকে গোসল করানো বেশ রিস্কের। স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে সামলাতে গেলে, এজন্য এইটাও এখন আমি করিয়ে দেই। আব্বু শুক্র শনিবার করিয়ে দিতো আগে। কিন্তু ছোট বাচ্চা তো সামলানো যায়, এতো বড় বাচ্চা সামলানো তো কঠিন এজন্য শুধু আমার ই করিয়ে দেওয়া লাগে। নইলে এতো সময় পানি নিয়ে খেলা শরীরের ও স্কিনের জন্য ক্ষতির হতে পারে।
আর ছেলেদের তুলনায় মেয়েদের গোসল করিয়ে দেওয়ার ক্ষেত্রে শরীরের হাত না দেওয়ার মতো স্থানেও ময়লা যাতে না জমে এতটুকু পরিমান হাত ঠেকিয়ে ঘষা মজা করা লাগে।
যেহেতু আমরা এক গর্ভের তাই ধরে নিয়েছি যে সমস্যা নেই। আসলেই কি এই বিষয়ে কোনো সমস্যা নেই নাকি বাধা-নিষেধ আছে? বাড়িতে আর কোনো মেয়ে সদস্য নেই আম্মু ছাড়া।