আমার চাচাতো বোনকে সরাসরী বলার আগে আমি তার পিঠ পিছে অন্যদের সাথে সমালোচনা করেছি, কিন্তু ভাবলাম তাকে নিয়ে কথা না বলে তাকে সরাসরী জানিয়ে দেওয়া উত্তম হবে, আমি সবসময় চেষ্টা করি মনের কষ্ট মনেই রাখতে কিন্তু এবার তা না পারায় তাকে বলে দেই, তবে কথা শুরু করার জন্য আমি শুধু তাকে দেখিয়ে Facebook story দেই যাতে করে সে নিজেই কথা শুরু করে, পরবর্তীতে সে কথা শুরু করলে প্রসঙ্গক্রমে তাকে সব খুলে বলি, এবং সব শেষে তাকে sorry ও বলি যাতে কষ্ট পেলে মাফ করে দেয় বলে রাখা ভালো আমার চাচাতো বোন অনেক অহংকারী, আদবহীন ও দেমাগী, সে সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায় নিজের দোষ দেখে না, এমনকি তাকে আমি কালকে তার ব্যাবহারের কথা বলায় সে উল্টো আমার দোষ খুজে বের করছিল, আমি সবসময় তাদের কাছে মাথা নত করি তারপরও তারা কখনো নিজের ভুল স্বীকার করেনা, এখন তাকে এভাবে তার ভুল মুখের উপর বলার জন্য কি আমি গুনহাগার ?? (আমি জানি আমার গীবত করা উচিত হয়নি,সেটার জন্যও আমি তার কাছে ক্ষমা চাইবো, তবে আমি জানতে চাই কেও আমাকে কষ্ট দিলে তাকে সেটা খুলে বলা কি ইসলাম মোতাবেক ভুল?)