( কয়েকটি পরিস্থিতি তে একসাথে পড়ায় কিছু অধিক হয়ে গেছে ্, ক্ষমা করে যদি জবাব জানিয়ে দিতেন উপকার হতো , চেষ্টা করবো আর এই সংক্রান্ত প্রশ্ন না করার)
মালা বুদ্দা মিনহু কিতাবে একটি লিখা পাই লিখাটি এমন
কোন কাজ করেও যদি কেউ বলে, 'আল্লাহ তা'আলা জানেন আমি একাজ করিনি" তাহলে তার বিধান কি ?#উত্তরঃ কেউ যদি কোন কাজ করে থাকে এবং অস্বিকার বলে, আল্লাহ তা'আলার জানা আছে আমি এ কাজ করিনি, তাহলে তার কুফরীর ব্যাপারে দুটি অভিমত আছে। তবে সহিহ মত হলো সে কাফের হয়ে যাবে। ইমাম সারাখসী (রাহ.) থেকে বর্ণিত আছে, যদি উক্ত কসমকারী ব্যক্তির ইহা জানা থাকে যে, এই ধরনের মিথ্যা বলা কুফরী তবে কাফের হয়ে যাবে। আর যদি ইহা জানা না থাকে, তাহলে কাফের হবে না।
এইটা দেখে কিছু প্রশ্ন মাথায় আসছে তা জানতে চাচ্ছি
১. কেও যদি একটি কাজ না করার জন্য বলে “ আল্লাহ সাক্ষী এই কাজ আর করবো না “ বলার পরে এই কাজ করলে কি তার কুফর হবে?
২. আমার কাছে মনে হচ্ছো আমি এই রকম ভাবে একটি কাজ না করার কথা বলেছিলাম , আমার উপরে বর্নিত মাসআলা টি জানা ছিলো । তবে সেই কাজ না করার কথাটি এই ভাবে বলার পরেও ( আল্লাহ সাক্ষী এই কাজ আর করবো না) আমি সেই কাজটি করে ফেলি । আমার যতোটুক মনে হচ্ছে এই ভাবে কথা দিয়ে কাজ করলে শপথ ভঙ্গ হয় না বা কুফর হবে না কোথায় যেনো জেনেছিলাম আর সেই মনে হওয়া থেকে কাজটি করে ফেলেছি। এতে কি আমার কুফর হবে??
৩. দুই নং এর ক্ষেত্রে আমি যদি শিওর হতাম যে এই কথা বলেই আমি ওয়াদা করেছি তবে দুই নং এর পরবর্তী বর্ণনা অনুযায়ী কি কুফর হয়ে যেতো ?
৪. উদ্দিপকে মালা বুদ্দা মিনহু কিতাবের যে বর্ণনা আছে হানাফী মাজহাবে কি সেই অনুযায়ী ফতোয়া দেওয়া হয় ? জানতে চাওয়ার কারণ হলো সেখানের আরো কিছু বিষয়ে কুফর হবে লিখা থাকার পরে তা অনেক মুফতি কুফর হবে না বলে বলেছেন
৫. https://ifatwa.info/74569/কমেন্টটা একটু দেখবেন?
৬. একটি গানে একটা লাইন আছে " উপরে আল্লাহ নিচে পৃথিবী " এই গান কেও গাইলে কি কুফর হবে?
৭. কেও যদি তার বউক একটা বিষয় করতে বলার পরে সে না করে, তখন স্বামী যদি বলে "তোমাকে তোমার হালতে ছেড়ে দিলাম" (সে যা ইচ্ছে করুক এই উদ্দেশ্যে) / " তোমাকে তোমার মতো ছেড়ে দিলাম,করো যা ইচ্ছে " এগুলো নিয়ত ছাড়া বললেও কি তালাক হবে?
৮. কেও যদি তার বউকে বলে ১০ টা পর্যন্ত কথা বলে তোমাকে চেড়ে দিবো ( তার উদ্দেশ্য ফোন কেটে দিবে) বা ১০ বাজার পরে যদি বলে ঠিক আছে ১০ বেজে গেছে তোমাকে ছে্ে েএ দিলাম ( মানে ফোন রেখে দাও ) এর তে কি তার বিাবহ নষ্ট হবে?
৯. আমার বউ বললো ”এতো চিন্তা না করে সব আল্লাহর উপর বিশ্বাস রেখে ছেঢ়ে দাও “ ( দৃশ্চিন্তা বা অন্য কিছু বুজিযেছে হয়তো) তখন আমি কিছু সময় চুপ থেকে অন্য টপিকের ই অন্য কথা বলি , এতে কি আমাদের বিবাহে সমস্যা হবে?
১০ “ আল্লাহ নিজে কইয়া দিছইন দিনদিন শাসকরা খারাপ ওইব... এক্সাক্ট লাইন মনে নাই। তখন মনইব আগের জনই ভালা আছলো ’’ আমার বউ আামাকে এই ম্যাসেজটি দিয়েছিলো এই কথায় কি তার কুফর হবে? বা গুনাহ হবে?
১১. তালা*, ছেঢ়ে দিলাম েএই সব লেখার সময় বউকে উদ্দেশ্য বলার কথা কল্পনায় বা মাথায় চলে আসে তবে কি সমস্যা হবে? তার ্বউ এর উদ্দেম্য এইসব বলার কোনো ইচ্চই নাই ।
১২. https://ifatwa.info/51290/ এই লিংক এর প্রথম প্রশ্নের জবাব টা কি ঠিক আছে ? ( প্রশ্নটি এডিট করা তো তাই মুফতি সাহেব কোন প্রশ্ন দেখে জবাব দিয়েছেন তা জানতে চাই , এর সাথে আমার ও মিল আছে , সবশেষ অর্থাত বর্তমানে যে প্রশ্ন আছে সেই অনুযায়ী জবাব ঠিক আছে কি ?/??