মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ مِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّ یَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۶﴾
আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য আসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
(সুরা লুকমান ০৬)
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا قُتَيْبَةُ، أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَبِيعُوا الْقَيْنَاتِ وَلاَ تَشْتَرُوهُنَّ وَلاَ تُعَلِّمُوهُنَّ وَلاَ خَيْرَ فِي تِجَارَةٍ فِيهِنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ فِي مِثْلِ هَذَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ : ( وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ ) إِلَى آخِرِ الآيَةِ "
আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গায়িকা বিক্রয় কর না, ক্রয়ও কর না এবং তাদেরকে গানের প্রশিক্ষণও দিও না। এদের ব্যবসায়ের মধ্যে কোনরকম কল্যাণ নেই এবং এদের বিনিময় মূল্য হারাম। এই আয়াত এ ধরণের লোকদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছেঃ “মানুষের মধ্যে কিছু এমন ধরণের লোকও আছে, যে মন ভুলানো কথা ক্রয় করে আনে, যেন আল্লাহ তা’আলার পথ হতে লোকদেরকে তাদের অজান্তেই বিভ্রান্ত করতে পারে এবং আল্লাহ্ তা’আলার পথকে ঠাট্টা-বিদ্রুপ করে। এই ধরণের লোকদের জন্য আছে কঠিন ও অপমানজনক শাস্তি।" (সূরাঃ লুকমান-৬)।
(তিরমিযী ১২৮২, ইবনু মাজাহ ২১৬৮, সহীহ আল জামি‘ ৫০৯১,মিশকাত ২৭৮০।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
গান বাদ্য শরিয়তের দৃষ্টিতে হারাম। আর হারাম মাধ্যমে উপার্জিত অর্থও হারাম হয়ে থাকে। তাছাড়া হাদিস শরিফে সুস্পষ্টভাবে তাদের ইনকামকে হারাম বলা হয়েছে। (হাদীসটি উপরে উল্লেখ করা হয়েছে।)
★সুতরাং আপনার মামাতো বোনের ইনকাম স্পষ্ট হারাম। সে যে আপনাকে সালামি হিসেবে ৫০০ টাকা দিয়েছে,এ টাকা হারাম।
এ টাকা তাকে ফিরিয়ে দিবেন,ফিরিয়ে দেয়া সম্ভব না হলে ছওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মিসকিনকে দান করে দিবেন।
আর ঐ বাসায় আপনারা যতটুকু খাবার খেয়েছেন,সমপরিমাণ টাকা ছওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মিসকিনকে দান করে দিবেন।