জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
اُدۡعُ اِلٰی سَبِیۡلِ رَبِّکَ بِالۡحِکۡمَۃِ وَ الۡمَوۡعِظَۃِ الۡحَسَنَۃِ وَ جَادِلۡهُمۡ بِالَّتِیۡ هِیَ اَحۡسَنُ ؕ اِنَّ رَبَّکَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِهٖ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ ﴿۱۲۵﴾
তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন।
(সুরা নাহল ১২৫)
কুরআন বলে যে, (وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ)
[আল-আনকুবৃতঃ ৪৬]
অন্য আয়াতে মূসা ও হারূন আলাইহিমাস সালাম-কে (فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا) [ত্বা-হাঃ ৪৪]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
সর্বপ্রথম রবের শুকরিয়া আদায় করছি,যিনি আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন।
আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের উপর অটল ও কায়েম রাখুন,এবং পূর্ণ ভাবে দ্বীন মানার তওফিক দান করুন,আমিন।
প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ থাকবে, আপনি হিকমতের পথ অবলম্বন করে চলবেন।
এক্ষেত্রে আপনার ইনকাম সোর্স না হওয়া পর্যন্ত দ্বীন গোপনে পালন করুন।
নামাজ যেনো কাজা না হয়,সেদিকে সজাগ থাকবেন,বিশেষ প্রয়োজনে কখনোও কাজা হয়ে গেলে রাত্রী বেলা সব নামাজের কাজা তুলে নিবেন।
কাজা রেখে দিবেননা।