আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম হুজুর।

আমি বছরখানেক আগে মুসলিম হইছি। কিন্তু আমার পরিবার আমার মুসলিম হওয়ার সম্পর্কে অবগত না। যার কারণে আমি ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারি না (ইচ্ছা থাকা সত্ত্বেও)। আমার অনেক নামাজ কাজা হচ্ছে। আমার কোনো ইনকাম সোর্স ও নাই। থাকলে আমি তাদের আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানিয়ে পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারতাম।

এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি ইনকাম সোর্স না হওয়া পর্যন্ত দ্বীন গোপনে পালন করব নাকি তাদের এখন জানিয়ে দিব?

যেহেতু আমার নামাজ অনেক কাজা হচ্ছে। আর আমার ঈমান ও দুর্বল হচ্ছে দিন দিন।

আর বিষয়টা জানালে আমার জানের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। হয়তো তখন আমার পরিবারের সাথে থাকা হবে না। তবে আমার থাকা ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইন শা আল্লাহ। সেটা নিয়ে চিন্তা নাই।

1 Answer

+1 vote
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-

اُدۡعُ اِلٰی سَبِیۡلِ رَبِّکَ بِالۡحِکۡمَۃِ وَ الۡمَوۡعِظَۃِ الۡحَسَنَۃِ وَ جَادِلۡهُمۡ بِالَّتِیۡ هِیَ اَحۡسَنُ ؕ اِنَّ رَبَّکَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِهٖ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ ﴿۱۲۵﴾

তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন। 

(সুরা নাহল ১২৫)

কুরআন বলে যে, (وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ) 
[আল-আনকুবৃতঃ ৪৬]

অন্য আয়াতে মূসা ও হারূন আলাইহিমাস সালাম-কে (فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا) [ত্বা-হাঃ ৪৪]

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
সর্বপ্রথম রবের শুকরিয়া আদায় করছি,যিনি আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন।
আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের উপর অটল ও কায়েম রাখুন,এবং পূর্ণ ভাবে দ্বীন মানার তওফিক দান করুন,আমিন।

প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ থাকবে, আপনি হিকমতের পথ অবলম্বন করে চলবেন।
এক্ষেত্রে আপনার ইনকাম সোর্স না হওয়া পর্যন্ত দ্বীন গোপনে পালন করুন।

নামাজ যেনো কাজা না হয়,সেদিকে সজাগ থাকবেন,বিশেষ প্রয়োজনে কখনোও কাজা হয়ে গেলে রাত্রী বেলা সব নামাজের কাজা তুলে নিবেন।
কাজা রেখে দিবেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...