আমার কিছু সময় পরপর সাদাস্রাব যায়।কিন্তু আমি মাযুর নই।সাদাস্রাব আসার আগে আমি বেশ কয়েক রাকাত সালাত আদায় করতে পারি।কিন্তু সমস্যাটা হচ্ছে ঘন ঘন সাদাস্রাব যাওয়াটা।ঘরে থাকলে কিছু সালাত আদায় করার পর আবার শরীর পরিষ্কার করে অযু করে বাকি সালাত আদায় করি।কিন্তু অন্য কারো ঘরে সালাত পড়তে হলে এক অযুতে সালাত শেষ করতে সমস্যা হয়।আবার যখন অযু অনেকক্ষণ রাখতে হয় বা ঘরের বাইরে কোথাও সালাত পড়তে হয় তখন সমস্যা হয়।তাই সাদাস্রাব আসার পথে তুলা দিয়ে রাখলে কি সমস্যা হবে?সেক্ষেত্রে অযু কখন ভেঙেছে বলে ধরে নিব?