আসসালামু আলাইকুম,
আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তা'য়ালা অনেক কিছু দিয়েছেন। ভালো পরিবার/ভালো মেধা ইত্যাদি। কিন্তু আমারো কিছু দুর্বলতা আছে, যার মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে পরিক্ষা করে থাকেন এবং শয়তানও এগুলোর মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করা। এর মধ্যে একটি হলো, আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। আমার একা থাকতে ভালো লাগে। কিন্তু আমি চাই মানুষের সাথে কথা বলতে, সমস্যা হচ্ছে আমার কমিনিউকেশনও এত বেশি ভালো না। তাই, চাহিবা মাত্র কারো সাথে কথা বলতে পারব বা কারো প্রিয় হয়ে উঠতে পারব এমনটা না। আমার বিভিন্ন ছোট ছোট ডিসিশন নিতেও অসুবিধা হয়। আমি পাবলিক প্লেইসে কোনো কাজ করলে নার্ভাস হয়ে যাই, আত্মীয়দের সাথে কথা বলতে চাই কিন্তু পারি না, কারণ আমি জানি না কিভাবে কথা শুর করব বা ভালো মন্দ জিজ্ঞেস করব, যার কারণে আত্মীয়দের সাথেও তেমন ভালো সম্পর্ক হয়ে উঠে না। এসব নিয়ে প্রায়ই ডিপ্রেশন আসে।
আরেকটি হলো লজ্জাস্থানের হেফাজত। আমার যৌন আকাঙখা অনেক বেশি। যার মাধ্যমে আমি বিভিন্ন সময় পরিক্ষার সম্মুখীন হই যা আমার জন্য খুবই কঠিন হয়।
আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে কি এমন কিছু হবে যে আমার কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকবে, আমার সাথে সবার কথা বলতে ভালো লাগবে, সাহাবিদের পছন্দের পাত্র হব, বা এমন কিছু? এবং আমার যৌন আকাঙখার কারণে জান্নাতে কি স্পেশালি এই টপিকে কোনো বেনেফিট পাব?
এবং দুনিয়ার ক্ষেত্রেও যদি এই দুটো বিষয়ে কিছু নসিহত করতেন ভালো হতো।
ধন্যবাদ