আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
183 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
১/ আমার কিছু রোজা ভেংগে ফেলেছিলাম এবং নামাজ ও আদায় হয় নি বেশ কিছু সময়ের। কিভাবে সঠিক হিসাব করে কাহা পূরণ করব? আমার কাছে হিসাব ও নেই এবং মনেএ নেই ঠিক কত গুলো রোজা বা নামাজ ওউ কয়েক বছরে আদায় করেছি।
২/ বিতর এর কাজা কি করা লাগবে? একসময় বিতর কে সুন্নত ভেবে আদায় করতাম না।

৩/ অজু ভংগের কারণ গুলো কি কি? যদি নাভি বা হাটু দেখা জায় তবে কি ভাংবে?
৪/রক্ত দেখা দিলে কি রোজা বা অজু ভাংগে?

৫/ বিদত আসলে কাকে বলে? কিভাবে এটার নির্ধারণ করা হয়? অনেক সময় ই বড় বড় আলীম কোনো আমিল এর নির্দেশ দেন যা নবির জামানা তে ছিল না। অনেকে সেটা কে বিদাত বলে আবার অনেকে বলে না। বিদাতের মানদন্ড কি?

৬/ সাধারণ মানুষ কোনো কাজ কে বিদাত বলার ক্ষেত্রে কোনো বিধান আছে কি?

৭/ মা বাবার অবাধ্যতা কোন পর্যায়ে গেলে তার জন্য তাওবাহ করতে হয়?

৮/ যদি মা বাবা খারাপ আচরণ করায় কোনো সন্তান ও কিছুটা উগ্র হয়ে যায় বা কোনো কারণে কিছুটা উগ্র মেজাজে কথা বলে তাহলে কি সেটা কবীরাহ গুনাহ?

৯/ কবীরাহ গুনাহ গুলো জানতে চাচ্ছি যার জন্য তাওবাহ বাধ্যতামূলক হয়।

১০/ ভিডিও গেম, নারী দের দিকে তাকান, মনে উত্তেজনাময় চিন্তা করা কি কবীরাহ গুনাহ? এর জন্য তওবাহ করতে হয় কি?

১১/ কেও যদি হাত বা অন্য কিছু ব্যবহার করে নিজের গুপ্ত অংগ মর্দন করে এবং এতে বীর্জ না বের হলেও মজি নির্গত হয় তবে তা কি কবিড়াহ গুনাহ? এর জন্য কি তাওবাহ করতে হবে?

১২/ প্রয়োজন এ নারীদের সাথে কথা বলতে গিয়ে যদি তাকাতে হয় তবে তা কি কবীরাহ গুনাহ?

১৩/ নিজের নন মাহরাম কাছের আত্মীয় দের সাথে গল্প করা বা সালাম আদান প্রদান, বা খোজ খবর নিলে কি সমস্যা হবে?

১৪/যদি তারা চেহারা উন্মুক্ত রেখে অভ্যস্ত হয় এবং আমাকে তারা কাছের মানুষ ভেবেই কথা বলতে আসে তবে কি সমস্যা হবে?

১৫/ অনেকে লা ইলা হা ইল্লাল্লাহ বলার সময় ইল্লল্লাহ তে একটা জোরে টান দেয়। এটা কি বিদাত?

১৬/ সাইকেল চালাতে চালাতে বা অন্য কোনো কাজ করতে করতে ই কুরান তিলাওয়াত শুনা যাবে?

১৭/ আমাদের লিফট এ হাল্কা একটা মিউজিক যোগ করা আছে। এই লিফট কি ব্যবহার করা যায়েজ যদি বাসায় উঠার সময় কষ্ট হয়?

যাজাকাল্লাহু খইরন
by (87 points)
৫ নাম্বার প্রশ্নে সেটা আমিল নয় বরং আমল হবে
আর ২ নাম্বার এ বুঝাতে চেয়েছি যে বিতর কে ওয়াজিব হিসেবে মানতাম না(সালাফি মানহাজ অনুসারে) তাই আদায় হত না।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাবালক হওয়ার পর থেকে সকল কা'যা নামাযকে আদায় করতে হবে।এক্ষেত্রে কা'যা নামাযকে আদায় না করে শুধুমাত্র তাওবাহ ইস্তেগফার যথেষ্ট হবে না।বরং অবশ্যই আদায় করতে হবে।এবং সাথে সাথে তাওবাহ ইস্তেগফার জারী রাখতে হবে।
কখন থেকে এবং কোন পদ্ধতিতে কা'যা নামায-কে আদায় করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1609

জীবনে কতটি দিন বা মাস কিংবা বৎসরের নামায কা'যা হয়েছে,সে বিষয়ে অধিকাংশ ধারণার উপর ভিত্তি করেই মূলত নামায-কে কা'যা করতে হবে।যখন মনের মধ্যে পূর্ণ ঈয়াক্বিন চলে আসবে যে,এখন থেকে আরো কোনো নামায কা'যা নেই।তখন থেকেই কা'যা নামায কে সমাপ্ত করা হবে।

তিনটি হারাম সময় ব্যতীত যেকোনো সময় কা'যা নামায পড়া যাবে।https://www.ifatwa.info/1604


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি অনুমান করে,ছুটে যাওয়া নামায রোযাগুলির কা'যা করে নিবেন।

(২) বিতর এর কাজা করা ওয়াজিব।

(৩) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5744

(৪) রক্ত দেখা দিলে রোজা বা অজু ভঙ্গ হবে না।

(৫) কোনো কাজকে দ্বীনের অংশ মনে করা বা দ্বীনের অংশ বানিয়ে প্রচার করা বিদ'আত। রাসূলুল্লাহ সাঃ এর জমানায় ছিলনা, এমন কোনো কাজকে এমনিতেই তো করা যাবে, তবে দ্বীনের অংশ নিরুপন করা জায়েয হবে না।

(৬) না, কোনো বিধান নাই।

(৭) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1707

(৮) যদি মা বাবা খারাপ আচরণ করায় কোনো সন্তান ও কিছুটা উগ্র হয়ে যায় বা কোনো কারণে কিছুটা উগ্র মেজাজে কথা বলে, তাহলে সেটাও কবীরা গুনাহ হিসেবে বিবেচিত হবে।

(৯) ইবনুল জাওযী রাহ লিখিত আল কাবাইর গ্রন্থখানি সংগ্রহ করে নিবেন।সেখানে তিনি ক্রমিক আকারে সবগুলো কবিরা গোনাহকে জমায়েত করেছেন।

(১০) হারাম ভিডিও গেম, নারীদের দিকে থাকানো, ইচ্ছাকুত বারংবার মনে মনে উত্তেজনাময় চিন্তা করা,এসবও কবীরাহ গুনাহ। এর জন্য তওবাহ করতে হবে।

(১১) কেউ যদি হাত বা অন্য কিছু ব্যবহার করে নিজের গুপ্ত অংগ মর্দন করে এবং এতে বীর্জ না বের হলেও মজি নির্গত হয়, তবে তা কবিড়াহ গুনাহ হবে না। 

(১২) প্রয়োজনে নারীদের সাথে কথা বলতে গিয়ে যদি তাকাতে হয়, তবে সেট কবীরাহ গুনাহ হবে না।

(১৩) নিজের নন মাহরাম কাছের আত্মীয়দের সাথে গল্প করা বা সালাম আদান প্রদান, বা খোজ খবর নেওয়া জায়েয হবে না।

(১৪) যদি তারা চেহারা উন্মুক্ত রেখে অভ্যস্ত হয় এবং আমাকে তারা কাছের মানুষ ভেবেই কথা বলতে আসে,তাহলে তো গোনাহের মাত্র বেশী হবে।

(১৫)অনেকে লা ইলা হা ইল্লাল্লাহ বলার সময় ইল্লল্লাহ তে একটা জোরে টান দেয়। এটা অনুচিৎ।

(১৬) সাইকেল চালাতে চালাতে বা অন্য কোনো কাজ করতে করতে কুরান তিলাওয়াত শুনা যাবে না।বরং সম্পূর্ণ ফারিগ হয়ে কুরআন তিলাওয়াত শুনতে হবে।

(১৭) এই লিফটকে এড়িয়ে চলাই উত্তম। হ্যা, বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...