ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাবালক হওয়ার পর থেকে সকল কা'যা নামাযকে আদায় করতে হবে।এক্ষেত্রে কা'যা নামাযকে আদায় না করে শুধুমাত্র তাওবাহ ইস্তেগফার যথেষ্ট হবে না।বরং অবশ্যই আদায় করতে হবে।এবং সাথে সাথে তাওবাহ ইস্তেগফার জারী রাখতে হবে।
জীবনে কতটি দিন বা মাস কিংবা বৎসরের নামায কা'যা হয়েছে,সে বিষয়ে অধিকাংশ ধারণার উপর ভিত্তি করেই মূলত নামায-কে কা'যা করতে হবে।যখন মনের মধ্যে পূর্ণ ঈয়াক্বিন চলে আসবে যে,এখন থেকে আরো কোনো নামায কা'যা নেই।তখন থেকেই কা'যা নামায কে সমাপ্ত করা হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি অনুমান করে,ছুটে যাওয়া নামায রোযাগুলির কা'যা করে নিবেন।
(২) বিতর এর কাজা করা ওয়াজিব।
(৩)
(৪) রক্ত দেখা দিলে রোজা বা অজু ভঙ্গ হবে না।
(৫) কোনো কাজকে দ্বীনের অংশ মনে করা বা দ্বীনের অংশ বানিয়ে প্রচার করা বিদ'আত। রাসূলুল্লাহ সাঃ এর জমানায় ছিলনা, এমন কোনো কাজকে এমনিতেই তো করা যাবে, তবে দ্বীনের অংশ নিরুপন করা জায়েয হবে না।
(৬) না, কোনো বিধান নাই।
(৭)
(৮) যদি মা বাবা খারাপ আচরণ করায় কোনো সন্তান ও কিছুটা উগ্র হয়ে যায় বা কোনো কারণে কিছুটা উগ্র মেজাজে কথা বলে, তাহলে সেটাও কবীরা গুনাহ হিসেবে বিবেচিত হবে।
(৯) ইবনুল জাওযী রাহ লিখিত আল কাবাইর গ্রন্থখানি সংগ্রহ করে নিবেন।সেখানে তিনি ক্রমিক আকারে সবগুলো কবিরা গোনাহকে জমায়েত করেছেন।
(১০) হারাম ভিডিও গেম, নারীদের দিকে থাকানো, ইচ্ছাকুত বারংবার মনে মনে উত্তেজনাময় চিন্তা করা,এসবও কবীরাহ গুনাহ। এর জন্য তওবাহ করতে হবে।
(১১) কেউ যদি হাত বা অন্য কিছু ব্যবহার করে নিজের গুপ্ত অংগ মর্দন করে এবং এতে বীর্জ না বের হলেও মজি নির্গত হয়, তবে তা কবিড়াহ গুনাহ হবে না।
(১২) প্রয়োজনে নারীদের সাথে কথা বলতে গিয়ে যদি তাকাতে হয়, তবে সেট কবীরাহ গুনাহ হবে না।
(১৩) নিজের নন মাহরাম কাছের আত্মীয়দের সাথে গল্প করা বা সালাম আদান প্রদান, বা খোজ খবর নেওয়া জায়েয হবে না।
(১৪) যদি তারা চেহারা উন্মুক্ত রেখে অভ্যস্ত হয় এবং আমাকে তারা কাছের মানুষ ভেবেই কথা বলতে আসে,তাহলে তো গোনাহের মাত্র বেশী হবে।
(১৫)অনেকে লা ইলা হা ইল্লাল্লাহ বলার সময় ইল্লল্লাহ তে একটা জোরে টান দেয়। এটা অনুচিৎ।
(১৬) সাইকেল চালাতে চালাতে বা অন্য কোনো কাজ করতে করতে কুরান তিলাওয়াত শুনা যাবে না।বরং সম্পূর্ণ ফারিগ হয়ে কুরআন তিলাওয়াত শুনতে হবে।
(১৭) এই লিফটকে এড়িয়ে চলাই উত্তম। হ্যা, বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।