আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
127 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (20 points)
edited by
আস্সালামুআালাইকুম হুজুর
(১) যদি কেউ তার মা কে বলে যে এবার রোজা ২৯ টা হবে বা রোজা ২৯ টা হবে দেখো। আার মনে যদি এমন  ধারণা পোষন করে যদি  রোজা ২৯ টা হলে সবাই ভাববে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তার উপর আল্লাহ সন্তুষ্ট। তবে কি তার ইমান চলে যাবে? ( সে জানে গায়েবের মালিক আল্লাহ এবং তা মনে প্রানে বিশ্বাস করে এবং  জানে ও মানে আল্লাহ যা চান তাই হবে)

(২) ১নং প্রশ্নের ক্ষেত্রে এমন ধারনা করার জন্য সে খুব লজ্জিত। কিভাবে সে এখন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করবেন?

(৩)  আবহাওয়ার পূর্বাভাসের খবর বিশ্বাস করা কি ঠিক?

(৪) যদি কেউ কোনো ধারণা  ছাড়া  স্বাভাবিক ভাবেই বলে যে এখন বৃষ্টি হবে বা ছেলেটি বড় হয়ে খারাপ হবে বা রোজা ২৯ টি হবে বা  এখন বিদ্যুৎ চলে যাবে এ ধরনের কথা বললে কি ইমান চলে যাবে?(যদিও সে জানে আল্লাহ যা চাইবেন তাই হবে এবং তা মনে-প্রাণে বিশ্বাসও করে মূলত সাধারন কথার প্রক্ষিতে তা বলেছে)

1 Answer

0 votes
by (589,140 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি কেউ তার মাকে বলে যে, এবার রোজা ২৯ টা হবে বা রোজা ২৯ টা হবে দেখো। আর মনে যদি এমন ধারণা পোষন করে যদি রোজা ২৯ টা হয়, সবাই ভাববে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, এবং তার উপর আল্লাহ সন্তুষ্ট আছে। তাহলে তার ইমান চলে যাবে না।কেননা সে তো গায়েবের সংবাদকে জানার দাবী করছে না। বরং অনুমান ও ধারণাকে প্রকাশ করছে। হ্যা, এসব অনর্থক কথাবার্তাকে পরিত্যাগ করাই শ্রেয়।

(২) সে যেহেতু গাইবের সংবাদ জানার দাবী করছে না, তাই এতেকরে কোনো সমস্যা হবে না।তার ঈমান চলে যাবে না।

(৩) আকিদা বিশুদ্ধ থাকলে আবহাওয়ার পূর্বাভাসের খবরকে বিশ্বাস করা যাবে। কেননা আবহাওয়া অফিস তো আর  নিশ্চিত কোনো সংবাদ দেয়না, বরং তারা শুধুমাত্র একটি ধারণা পেশ করে থাকে।

ইবনে কাসির রাহ সূরা লুকমানের ৩১-৩২ নং আয়াতের তাফসির করতে যেয়ে বলেন,
ﻭﻛﺬﻟﻚ ﻻ ﻳﻌﻠﻢ ﻣﺎ ﻓﻲ ﺍﻷﺭﺣﺎﻡ ﻣﻤﺎ ﻳﺮﻳﺪ ﺃﻥ ﻳﺨﻠﻘﻪ ﺗﻌﺎﻟﻰ ﺳﻮﺍﻩ , ﻭﻟﻜﻦ ﺇﺫﺍ ﺃﻣﺮ ﺑﻜﻮﻧﻪ ﺫﻛﺮﺍً ﺃﻭ ﺃﻧﺜﻰ ﺃﻭ ﺷﻘﻴﺎً ﺃﻭ ﺳﻌﻴﺪﺍً ﻋﻠﻢ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺍﻟﻤﻮﻛﻠﻮﻥ ﺑﺬﻟﻚ ﻭﻣﻦ ﺷﺎﺀ ﻣﻦ ﺧﻠﻘﻪ . ﺍ . ﻫـ
আল্লাহ মায়ের রেহেমম/জরায়ু মধ্যে কি সৃষ্টি করতে চান উনি ব্যতীত তখন আর কেউ-ই জানে না।
কিন্তু যখন আল্লাহ তা'আলা উক্ত সন্তানের লিঙ্গ ও ভাগ্যচক্র সম্পর্কে নির্দেশ দেন।(অর্থাৎ যখন আল্লাহ তা'আলা রেহমের সেই রক্তপিণ্ড সম্পর্কে নির্দেশ জারি করেন যে,সে ছেলে হবে, না মেয়ে হবে।এবং সে সুভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে) তখন দায়িত্বপ্রাপ্ত ফিরিশতা এবং আল্লাহর ইচ্ছায় অন্যান্য মাখলুকাত ও তা জানতে পারেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/45214


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...