আজ রাতে আমি ঘুমের মধ্যে লজ্জাস্থান দিয়ে কিছু একটা বের হওয়ার অনুভূতি পাই। ঘুম থেকে উঠার পর সাদা দাগ দেখতে পাই আমার প্যান্টে। কিন্তু সেই দাগ থেকে বীর্যের গন্ধ খুঁজে পাইনি আমি। আমার লজ্জাস্থানেও বীর্যের কোনো দাগ লক্ষ্য করিনি। সাধারণত স্বপ্নদোষ হলে ঘুম থেকে উঠার পর লজ্জাস্থানে চাপ দিলে বীর্যের শেষ কয়েক ফোঁটা বেরিয়ে আসে। এবার সেরকম কিছুও হয়নি।
হতে পারে গতকাল রাতে ঘুমানোর সময় স্বপ্নদোষ হয়ে প্যান্টে এই দাগ পড়েছে, কিন্তু বীর্যের গন্ধ পাচ্ছিনা বলে সেটাও সুনিশ্চিত মনে হচ্ছেনা। তাছাড়া গতকাল দুপুরে ঘুমানোর সময়ই আমার স্বপ্নদোষ হয়েছিলো এবং আমি গোসল করেছি, একই দিনে দুইবার স্বপ্নদোষ হবে বলে আমার মনে হয় না। এমতাবস্থায় আমার করণীয় কি? আমার কি গোসল ফরজ হয়েছে?