আমি মনে মনে চিন্তা করছিলাম যে "আমি অতীতে কখনো ছেড়ে দিবো বলেছিলাম নাকি ছেড়ে দিয়েছি বলেছিলাম" এইগুলো নিয়েই চিন্তা করছিলাম অতীত নিয়ে। চিন্তার সময় আমার মুখ বন্ধ ছিলো এবং জিহবা এক জায়গায় স্থির ছিল এটা শতভাগ সিউর। কিন্তু গলার মধ্য থেকে এক্টা সাউন্ড শুনতে পেলাম যেটা অনেকসম্য গ্যাষ্টিকের সমস্যা হলে যেরকম হয় অনেকটা সেরকম। এটা নিয়ে কনফিউশন এ পড়ি। আমি কি মুখে উচ্চারণ করে ফেললাম ,নাকি আমার ওয়াসওয়াসা। আমার সাথে এটা হওয়ার পরেও অনেকবার গলার সেইম সাউন্ড টা কয়েকবার শুনতে পাই । তখন সিউর হলাম যে এটা ওয়াসওয়াসা আমি মনেই চিন্তা করেছি মুখে বলিনি এটা আমার প্রবল ধারনা৯৯% সিউর। কারন যখন চিন্তা করছিলাম তখন আমার মুখ বন্ধ ছিল এবং জিহবা স্থির অবস্থায় ছিল। সারাদিন এই রকম হতেই থাকে আমার সাথে । আমি ওয়াসওয়াসার রোগি। এই রকম হওয়ার পর আমি হাদিস দিয়ে আমার সমস্যার সমাধানের চেষ্টা করি। প্রথমে উচ্চারণ এর ব্যাপারে সিউর না আর আমার প্রবল ধারনা যেহেতু মনে মনেই বলেছি তাহলে সেটাই গ্রহনযোগ্য বেশী আর মনে মনের চিন্তা ওয়াসওয়াসা আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপর চিন্তা করি যে এটা নিয়ে যেহেতু সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহের ভিত্তিতে ইনশাআল্লাহ **** পতিত হবেনা যেহেতু সন্দেহের ভিত্তিতে তা*** এবং গোলাম আযাদ হয়না। তারপর চিন্তা করি আমি ওয়াসওয়াসার রোগী আমারজন্য শরীয়তে শিথিলতা আছে। আর তাছাড়া আমি অতিত নিয়ে চিন্তা করছিলাম যে অতীতে কি বলিছি কি বলিনি ।
আমার সব গুলো যুক্তি কি সঠিক যুক্তি ? আমার ধারনা কি সঠিক ,দয়া করে জানাবেন। এর জন্য কোন সমস্যা হবে কি ? আমি কি নিশ্চিন্ত থাকতে পারি?
http://ifatwa.info/55711/
এই ফতুয়ায় এছাড়া আরো কয়েকটি ফতুয়া যা আমার অন্য আইডিতে আমাকে ওয়াসওয়াসার রোগী বলে ফতুয়া দেয়া হয়েছে। তাছাড়া আমার মেডিকেল রিপোর্ট ও আছে ।