আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ।
১.আমি সালাতে ছিলাম,কেউ একজন মহিলা পাশে সাজুগুজু করে ঘুম ছিলো, সে কেমন জানি আমাকে পাহারা দিচ্ছে এমন, হঠাৎ তার শরীরে একটা শীতল বাতাস এসে তার ঘুম ভেঙ্গে যায় , বাতাস টা তার গায়ে লেগেছে কিন্তু অনুভব আমি এবং সে দুজনেই করি, সে শোয়া অবস্থায় হালকা মাথা উঠিয়ে ভয়ে আমার দিকে তাকায়, আমি টাকা চুরি করে নিয়ে গেলাম কিনা, তখন দেখে আমি সালাতে তার পাশেই,এটা দেখে সে সন্তুষ্ট হয় আবার মাথা নামিয়ে ফেলে শুয়ে থাকেএবং তখন আমি সালাতে থাকা অবস্থায় মনে মনে ভাবি এটা লাইলাতুল কদর এর বাতাস ছিল , শীতল বাতাস।যেন এটা লাইলাতুল কদর ই এভাবে দৃঢ়তার সাথে মনে মনে ভাবছি।
এরপর দেখলাম অনেক গুলো কুজওয়ালা গরু কুরবানী দেওয়া হবে গরীবদের দেওয়া হবে সেখান থেকে,সারিভাবে দাঁড়ানো আছে, তাদের ধরে রাখতে চেয়ারম্যান, মেম্বারদের ও কষ্ট হচ্ছে, আমি ও ধরে রাখতে চেষ্টা করছি তাদের সাথে, একটা বড় কুজওয়ালা গরু ছুটে গেছে, সেটাকে চেয়ারম্যান দৌড়ে ধরেছে, গ্রামের চেয়ারম্যান তখন কুজওয়ালা গরুটাকে মাথায় বাঁধা দড়ি শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে আর লোকজনতাকে আল্লাহর অনুগ্রহের প্রশংসা করে বলতেছে, এগুলো/এটা যদি আল্লাহ ধরে রাখার তৌফিক না দিতেন তবে কখনো এটা ধরে রাখা সম্ভব হতো না ।
২.পাটির উপরে সিজদার জায়গায় যদি জায়নামাজ বা ওড়না ভাজ করে বিছিয়ে দেয়া হয় তাহলে কি নামাজ মাকরূহ হবে? জায়নামাজে হয়ত আধা আঙুলের মতো উচু হয়, ওড়নায় তারও কম।
কারণ কিছু না দিয়ে পাটিতে সিজদা দিতে গেলে কপালে ব্যাথা লাগে আর দাগ পড়ে যায়। তাই এমন করা।
আর পাটিটাও নামাজের, পাক-সাফ
এত গরম যে জায়নামাজে থাকা যায় না।
৩.আমার আম্মু রাতে উঠে পানি খেয়ে রোজা রাখার জন্য কিন্তু তিনি জানেন না আযানের আগে খেয়েছে নাকি পরে।সময় দেখেনি তাই বলতে পারছে না ফজর উদয় হওয়ার আগে খেয়েছে নাকি পরে।এখন কি তাকে এ রোজার কাযা আদায় করতে হবে?
৪. কাযা সালাত পড়া শুরু করার পর শেষ হওয়ার আগেই যদি সূর্যোদয়(নিষিদ্ধ ওয়াক্ত) হয়ে যায়, বা হয়ে গেছে বলে ধারণা হয় তাহলে তা আবার আদায় করতে হবে?