ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নারীর ক্ষমতায়ন বলতে যদি এমন হয় যে, সকল স্থরের নারীকে বাহিরে নিয়ে এসে তাদেরকে পুরুষের সাথে তালমিলিয়ে কাজ করতে উৎসাহ প্রদান। তাহলে এমন চাকুরী জায়েয হবে না।এবং ইনকামও জায়েয হবে না।
(২)পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে চাকরী করা জায়েয কি না? এটা নির্ভর করবে, কাজের উপর। কাজ যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, অনৈসলামিক কাজের জন্য লোকজনকে উৎসাহ মূলক কাজ হয়, তাহলে এমন কাজ অবশ্যই জায়েয হবে না।
(৩)এমন কোনো জায়গায় চাকরী করা, যেখানে অনেক জায়েয বিষয়ের সাথে মহিলাদের বাইরে কাজ করা কে অল্প পরিমানে প্রমোট করা হয়,তাহলে যেহেতু এখানে নাজায়েয বিষয় অল্প,তাই ইনকাম হারাম হবে না। তবে নাজায়েয বিষয় বেশী হলে,তখন ইনকাম হবে।