Assalamualaikum Wa rohmatullohi wa barokatuh
১.আমার ফ্রেন্ড এর দুইজন আত্মীয় রয়েছে।একজন ভালো চাকরি করে মা শা আল্লাহ ভালো বেতন ও পান কিন্তু ওনার অনেক ঋণ রয়েছে ওনাকে কি আমার ফ্রেন্ড যাকাত দিতে পারবে??
২.আরেকজন আত্মীয় রয়েছে যার ছেলেরা উপার্জনক্ষম কিন্তু তাও উনি মাঝে মাঝে সাহায্য চেয়ে থাকেন। ওনাকে কি যাকাত দেয়া যাবে??
৩.আমি সালাত পড়লে মাঝে মাঝে পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটি হাল্কা বাকা হয়ে যায়,,সোজাসুজি থাকে কিন্তু একটু বাকা হয়ে যায় রুকুতে গেলে দেখি আমার কি নামায হবে? আমার পা ঠিকভাবে আছে কিন্তা সেটা যদি কিরাত পড়তে পড়তে চেক করি আমার কি সালাত নষ্ট হবে?
৪.নামাযে যেই সূরা পড়ব ঠিক করেছি সে-ই টা না পড়ে যদি ভুলে আরেকটা পড়ি তাহলে কি নামায হবে?আবার আমি নামাযে একটা সূরা পড়ব ঠিক করেছি তারপর যদি দুইটা সূরা পড়ি নামায হবে?
৫.সালাতে ভুল করে রাফায়ে ইদাইন দিলে নামায হবে?রাফায়ে ইদাইন দিলে অনেক সওয়াব এখন যারা হানাফি মাযহাবের তারা যদি রাফায়ে ইদাইন দে তাহলে কি ঠিক হবে??