ছেলে -মেয়ের বিয়ের কথা চলছে।ছেলের মা এসে মেয়েকে দেখে গিয়েছে।পরবর্তীতে ছেলে এসে মেয়েকে দেখে গিয়েছে বিবাহের উদ্দেশ্যে।
ছেলে যখন মেয়েকে দেখতে আসে তখন মেয়ের সাথে কিছু কথাবার্তা ও বলে যায়।তো,তাদের কথা বলার ধরণ টা ছিলো,ছেলে এবং মেয়ে একটা রুমের ভিতরে বসে কথা বলছিলো আর মেয়ের মাহারাম রুমের দরজা থেকে তাদের দুজনকে দেখে রাখছিলো বা বলা যায় মাহারাম হিসেবে উপস্তিত থাকার দায়িত্ব পালন করছিলো।তো,ছেলে মেয়ে কি কথা বলছে তা মাহারাম এর কান অব্দি আসে নি।দুরুত্ব টা এই পরিমাণ ছিলো যে,মেয়ের মাহারাম শুধু দূর থেকে তাদের দুজনকে দেখে রাখছিলেন,তাদের দুজনের কথাবার্তার কিছুই মেয়ের মাহারাম এর কানে আসি নি।
এখন আমার প্রশ্ন হচ্ছে,বিবাহের উদ্দেশ্যে এই সুরতে কথা বলা কি জায়েজ আছে?
আমি যতদূর জানি,বিবাহের উদ্দেশ্য পাত্র-পাত্রী মাহারাম এর উপস্থিতিতে কথা বলতে পারবে, এবং বিবাহের পূর্বে পাত্রীর মাহারাম এর উপস্থিতিতে পাত্রীকে দেখে নেওয়া ও ইসলামে অনুমোদিত।
কিন্তু,আমার জানামতে,পাত্র-পাত্রীর কথা বলার সুরত এমন হতে হবে যে,পাত্রীর মাহারাম উপস্থিত থাকবে এবং মাহারাম পাত্রীর পাশেই/কাছেই উপস্থিত থাকবে।তাহলে এটা দ্বারা কি এমন বুঝায় না যে,পাত্রীর মাহারাম এতোটাই কাছে /পাশে উপস্তিত থাকবে যাতে পাত্র-পাত্রীর কথাবার্তা তার কান অব্দি আসে।পাত্র-পাত্রীর কথা মাহারাম ও শুনবে, ব্যাপারটা এমন না?আমি মূলত জানতে চাচ্ছি আমার বুঝায় কি ভুল আছে?
কারণ,কোনো কোনো 'আলিম তো এমন ও বলে থাকেন যে,বিয়ের পূর্বে পাত্রীর সাথে পাত্র কথা ই বলতে পারবে না,পাত্রীর ব্যাপারে যা জানার তা পাত্রীর মাহারাম এর কাছ থেকে জেনে নিবে।তবে বিয়ের পূর্বে এক পলক দেখে নেওয়ার সুযোগ আছে।তাহলে এই সুরত অনুযায়ী চিন্তা করলে তো,পাত্র-পাত্রীর এমন ভাবে কথা বলা যখন কিনা পাত্রীর মাহারাম শুনছেন না যে তারা আসোলে কি কথা বলছে এটা তো জায়েজ হওয়ার কথা না!
আমি দুঃখিত।এই ব্যাপারটা নিয়ে আমি অনেক কনফিউজ।
কথা বলার ধরণ টা আসোলে কেমন হবে?মাহারাম এর শুনতে হবে যে পাত্র-পাত্রী কি কথা বলছে?
নাকি শুধু এমন দুরুত্বে উপস্থিত থাকলেই হবে যেখান থেকে পাত্রীর মাহারাম তাদের দুজনকে শুধু দেখতে পারবে কিন্তু তারা কি কথা বলছে তা শুনতে পারবে না।এমন হলেও হবে?মাহারাম এর উপস্থিত থাকাটাই কেবল জরুরী?