আসসালমুআলাইকুম হুজুর , আমার পুরোনো জীবনে কিছু কথা নিয়ে আমি খুবই ভীষণ পরিমাণে চিন্তিত রয়েছি। মানসিক দিক থেকে খুব চিন্তিত । Plz উত্তর দিয়ে চিন্তা মুক্ত করবেন।
১. হুজুর একটা মেয়ের সঙ্গে আমার ৩ বছর এর সম্পর্ক । আমরা একে অপরকে খুব ভালোবাসি। যখন আমরা সম্পর্কে ছিলাম তখন আমি মেয়েটার সঙ্গে ফোনে গল্পঃ করতাম। সেক্সচুয়াল কথা বলতাম। হস্তমৈথুন করতাম। হুজুর বিষয় হলো , সেক্স্যুয়াল কথা বলতে বলতে তার মা কে নিয়ে বিশাল ভাবে বাজে সেক্স্যুয়াল কথা বার্তা বলতাম এবং কল্পনা করতাম।
দিয়ে হস্তমৈথুন করতাম। তার পর মেয়েটা কে বলতাম তুমি তোমার মা এর মত করে আমার সঙ্গে কথা বলো , বা তোমার মা সেজে আমার সঙ্গে সেক্সুয়ালি কথা বলো । এই সব নোংরামী করেছি হুজুর। আর একদিন মোবাইল এ তার মায়ের একটা সাধারণ ছবি দেখে হস্তমৈথন করেছিলাম। হুজুর বিষয় হলো তার মা কে আমি কখনো সামনে দেখিনি , যাকিছু হয়েছে সব কল্পনায় । হুজুর ভুল বশত আমরা একদিন যেনা তে লিপ্ত হয়ে জাই , সেই সময় উত্তেজিত হয়ে তাকে এবং তার মা কে নিয়ে বিভিন্ন বাজে কথা বলি মন্তব্য করি এইগুলো কিন্তু মজা করে বলেছি সিরিয়াস ভাবে বলিনি আস্তাগফিরুল্লাহ। একদিন আমার মনে হলো এইসব করা ঠিক হচ্ছে না দিয়ে বন্ধ করে দিয়েছি এই সব করা।
কিছু মাস পরে হটাৎ তার বাড়ি থেকে ও আমার বাড়ি থেকে বিয়ের কথা হয় এবং আমাদের বিয়ে দেই। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আলহামুলিল্লাহ। আখন আমরা খুব ভালো আছি।
১.১ হুজুর বিয়ের পূর্বে এইসব বাজে কথা বার্তা বলেছি এর জন্য কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে ??
১.২ যা বাজে কিছু বলেছি সবই কল্পনায় হয়েছে হুজুর , আমাদের বিয়ে শুদ্ধ হয়েছে তো??
১.৩. এই মেয়ে কে বিয়ে করা আমার জায়েজ হয়েছে তো হুজুর?
২. হুজুর বিয়ের পর শশুর বাড়িতে যখন ছিলাম তখন আমার স্ত্রী কে বলতাম এমন ভাবে সেক্স করবো যেনো তোমার মা আব্বু বুঝতে পারে। এমন ভাবে বলার জন্য বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে?
৩. হুজুর আমার স্ত্রী কে তার মা সবসময় পাক পবিত্র থাকতে বলে, মাঝে মাঝে আমর স্ত্রী কে জিজ্ঞাসা করে সহবাস করেছিস কিনা , করলে ফরয গোসল করে নে। এই সব বলে উপদেশ দেই। এইগুলো আবার আমার স্ত্রী আমাকে বলে এর জন্য কি কোনো সমস্যা হবে?
৪. হুজুর বিয়ের পূর্বে যদি যদি কোনো মেয়ের শরীর নিয়ে তার মা বা তার খালার মেয়ের সঙ্গে তুলনা করা হয় বিয়ের পূর্বে তবে কি জিহার হয়?
৪.১ জিহার সম্পর্কে জানতাম না জানার পর আর কখনো কিছু বলিনি। না জেনে বুঝে যদি হয়ে থাকে মনে নেই। তাহলে কি জীহার হবে? আল্লাহ কসম মনে নেই । ওয়াসওয়াসা র জন্য সন্দেহ হচ্ছে। কিন্তু সঠিক মনে নেই,।
৫. আমি খুবই ওয়াসওয়াসা রুগী ভীষণই ওয়াসওয়াসা রুগী । হুজুর এখন মনে করতে পারছিনা বিয়ের পর তার মা কে নিয়ে কোনো বাজে কথা বলেছি কিনা। স্ত্রী সহবাসের সময় যদি তার মা কে নিয়ে বাজে কথা বলে থাকি সেটা মনে নেই। যদি বলে থাকি আমাদের বৈবাহিক জীবনে তার জন্য কি কোনো সমস্যা হবে?
আমি তৌবা করেছি হুজুর আর এসমস্ত কাজ থেকে নিজে সম্পূর্ণ ভাবে বেরিয়ে এসেছি।
হুজুর আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো ?
৬. হুজুর আমাদের বাড়িতে একটা বিশাল বড় ক্যালেন্ডার ছিল নরমালি কোনো রুম এ আটকানো ছিল না , একটু বাইরে একটা জায়গাতে ছিল , জায়গাটা তে অনেক দিন ই ছিল , নোংরা পড়ত মাকড়সা তে বাসা করেছিলো , আমরা ওই দিক এ কিছু করতাম না থু থু ফেলেও ক্যালেন্ডার এ ফেলিনি, এখন আব্বু ফেলত ওইদিক এ কিন্তু ক্যালেন্ডার এ পরেছে কি না জানিনা পড়লেও পড়তে পারে। আজ কে আমার মন বললো ক্যালেন্ডার টাকে এই নোংরা জায়গাতে রাখবো না , বলে আমি ক্যালেন্ডার টাকে ভাঁজ করে রান্না ঘরের টালি তে গুঁজে রেখেছি । হুজুর আব্বু যদি রাত্রি বেলায় থু থু ফেলতে গিয়ে পড়ে গিয়েছে কি জানিনা , হয়ত পড়ে যেতো পারে। এর জন্য ঈমান চলে যেতে পারে সেটা আব্বু বা আমি জানিনা জানার পর খুব খারাপ লাগছে , হুজুর থুতু ফেললে এমনি ফেলত ক্যালেন্ডার কে উদ্দেশ্য করে থুথু কেউ কোনো দিন ফেলবে না , এমনি থুথু ফেলতে গিয়ে পড়ে যেতে পারে , । হুজুর ক্যালেন্ডার টাকে সরিয়ে রেখেছি। হুজুর না জেনে না বুঝে অজ্ঞতা বশত হয়েছে , হুজুর আমার ও আমার আব্বুর ঈমান ঠিক থাকবে তো?
৭. আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত রুগী। কিছু ক্ষন আগে একটা প্রশ্নে দেখলাম , কাবা শরীফ, মসজিদ, কোনো মুজাহিদ, কোরআন শরীফ ইত্যাদি কে খারাপ জায়গাতে কল্পনা করলে ঈমান চলে যায়। হুজুর আমার এটা দেখার পর শুধু খারাপ খারাপ ভাবনা চলে আসছে, বাথরুম এ গিয়ে খারাপ ভাবনা চলে আসছে , আমি না চাইতেও চলে আসছে । আবার আমার ভাবনা হয়েও যাচ্ছে । আস্তাগিরুল্লাহ হুজুর আমি তো মুখে উচ্চরণ করিনি। হুজুর আমার ঈমান ঠিক থাকবে তো?? আর এইসব নিয়ে খারাপ ভাবনা হলে কি ঈমান চলে যাবে? Plz একটু বলবেন। আমি তো মুখে উচ্চরণ করছিনা। মনে মনে ভাবনা হচ্ছে। কি করবো ? এর জন্য কি ঈমান চলে যাবে? বার বার ভয় হচ্ছে ঈমান চলে যাবে বলে। ঈমান চলে গেলে শেষ হয়ে যাবো হুজুর।