اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
এক বোনের আজ অনেক তৃষ্ণা লেগেছিল, তার নাকি খুব কষ্ট হচ্ছিল, যে কারনে সে নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে রোজা ভেঙে ফেলে, এখন সে অনুশোচনা করছে,সে ভুল বশত করে ফেলেছে,
এখন কি তার কাফফারা আদায় করতে হবে? নাকি পুনঃরায় একটা রোজা রেখে দিলে হবে?
যদি কাফফারা আদায় করা লাগে তাহলে সেক্ষেত্রে তার তো সামর্থ্য নাই কারন ৬০ রোজা রাখা /৬০ জন মিসকিন খাওয়ানো তার পক্ষে অসম্ভব