আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
150 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম,
১) মোবাইল এপ্স থেকে দেখে ক্বোরয়ানের আয়াত খতম দেওয়া যাবে কি?
২) মোবাইল এপ্স এবং ক্বোরয়ান শরীফ ধারাবাহিক ভাবে পড়ে কি ক্বোরয়ান খতম দেওয়া যাবে?  যেমন ক্বোরয়ান থেকে দেখে সূরা বাকারাহ এর ২২০ আয়াত পড়লাম। এরপর এপ্স থেকে দেখে ২২১-২৬০আয়াত। আবার ক্বোরয়ান থেকে দেখে ২৬১থেকে শেষ পর্যন্ত। এইভাবে করা যাবে? সুস্থ এবং পাক থাকা অবস্থাতে এইভাবে পড়া যাবে?  ক্লাস কিংবা সফরে থাকলে এইভাবে পড়ার বিধান আছে?


৩) একজন পুরুষ একবার ৩জনের সামনে, আরেকবার ৭-৮জন, আরো কয়েকবার কিছু মানুষের সামনে আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দেয়। তিনি আমাকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান। এই বিষয় সবাই জানে। এমনকি  তিনি বহুবার বিয়ের প্রস্তাব দেন এবং জনসম্মুখে স্ত্রী বলে পরিচয় দিতে থাকেন। কিছুদিন আগে তিনি আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলেন কবুল, কবুল, কবুল এবং আমি তোমাকে আমার স্ত্রী হিসেবেই সব সময় মানি আর সবাইকে বলিও। তখন আমার মন কিছুটা দুর্বল হয়ে যায় এবং আমি হেসে দেই৷ উস্তাদ, আমার কি ইজাব কবুল হয়ে গেছে?  (আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি আমার মাতা-পিতার অবাধ্য হয়ে কখনোই বিয়ে করতে চাইনি, চাইও না। আমি কি এখন অবাধ্য সন্তান হয়ে যাবো? আমার এখন কি হবে! উক্ত ব্যক্তির সাথে আমার বিয়ে নামক প্রতিশ্রুতি কিংবা প্রেম ছিলো না। আমি খুব চিন্তায় আছি।
জাযাকুমুল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (583,020 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ: آلم حَرْفٌ. أَلْفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ

‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোন একটি অক্ষরও পাঠ করবে, সে নেকী পাবে। আর নেকী হচ্ছে ‘আমলের দশ গুণ। আমি বলছি না যে,(الٓمٓ) ‘আলিফ লাম মীম’ একটি অক্ষর। বরং ‘আলিফ’ একটি অক্ষর, ‘লাম’ একটি অক্ষর ও ‘মীম’ একটি অক্ষর। (তাই আলিফ, লাম ও মীম বললেই ত্রিশটি নেকী পাবে)।
(সহীহ : তিরমিযী ২৯১০, সহীহাহ্ ৩৩২৭, সহীহ আত্ তারগীব ১৪১৬, সহীহ আল জামি‘ ৬৪৬৯, দারিমী ৩৩১১.মেশকাত ২১৩৭।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরআন তিলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকী পাওয়া যায়।
চাই সে কুরআনের কাগজের কপি দেখে পড়ুক অথবা মোবাইল বা কম্পিউটারে Apps দেখে পড়ুক।

(০১)
হ্যাঁ, এভাবে খতম দেয়া যায়।

(০২)
এইভাবে পড়া যাবে।
সুস্থ এবং পাক থাকা অবস্থাতে এইভাবে পড়া যাবে।
ক্লাস কিংবা সফরে থাকলে এইভাবে পড়ার বিধান আছে।
এতে কোনো সমস্যা নেই।

(০৩)
প্রশ্নের বিবরণ মতে আপনি শুধু হেসে দিয়েছিলেন,মুখে কবুল বলেননি বা প্রস্তাব গ্রহন করার মতো শরীয়ত সমর্থিত কোনো বাক্য বলেননি।

সুতরাং এভাবে বিবাহ শুদ্ধ হয়নি।

যেহেতু বিবাহ হয়নি,তাই আপনি পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যাননি।

তবে বিবাহের পূর্বে এহেন পরিস্থিতিতে পড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...