ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدْرِكُهُ الْفَجْرُ فِي رَمَضَانَ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ حُلْمٍ فَيَغْتَسِلُ وَيَصُومُ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান (রমজান) মাসে ভোর পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকতেন। এ অপবিত্রতা স্বপ্নদোষের কারণে নয়। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গোসল করতেন ও সওম পালন করতেন। (মিশকাত-২০০১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাত ১ টার দিকে যদি স্বপ্নদোষ হয়। তখন যদি আপনি ঘুমিয়ে যান। আপনি নিয়ত থাকে যে, ৪ টার দিকে উঠে গোসল করে সেহরি খাবেন। কিন্তু ঘুম সকাল ৮ টায় আপনার ঘুম ভাঙ্গে, তাহলে আপনার রোযাতে কোনো সমস্যা হবে না।